নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরসাইকেলচালকদের একটি সংগঠন।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় গত সোমবার বনানীতে মোটরসাইকেলচালকদের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার প্রতিবাদও জানান তাঁরা।
আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, ‘আমরা চাই, অটোরিকশা রাস্তায় যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন মোটরবাইকচালকের ওপর অটোরিকশাচালকেরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা এটি চাই না। আমরা চাই না, একজন আরেকজনের ওপর আক্রমণাত্মক হোক।’
তিনি আরও বলেন, ‘দেশে রাস্তাঘাটে গাড়ি চলাচলের একটি নীতিমালা রয়েছে, আমরা চাই সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। তাদেরও রুটি-রুজির বিষয় আছে, সেটি রক্ষিত হোক, আমরাও চাই। তবে মূল সড়কে যত্রতত্রভাবে চালানো বন্ধ হোক। তাদের একটি নীতিমালার আওতায় নিয়ে আসা হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং আইন প্রণয়ন করা হোক। যাতে করে তারা স্বেচ্ছাচারিতা না করতে পারে।’
আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে যাঁরা ঢাকার রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ি চালান, তাঁদের কাছে একটি আতঙ্কের নাম অটোরিকশা। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন অটোরিকশার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে মহাসড়কে চলুক, তবে আলাদা লেন করে দেওয়া হোক। একটা সুষ্ঠু নির্দেশনা আসুক তাদের ব্যাপারে, যাতে করে তারা তাদের মতো করে চালাতে পারে এবং জনদুর্ভোগ তৈরি না হয়।’
এ সময় সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. প্রধান সড়কে সাধারণ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. কেবল প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের অনুমতি দিতে হবে। ৩. যত্রতত্র ব্রেক করা ও উল্টো পথে চলাচল বন্ধ করতে হবে এবং ৪. আইন প্রণয়ন করে মোটরসাইকেলের মতোই শাস্তির আওতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু, জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরসাইকেলচালকদের একটি সংগঠন।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় গত সোমবার বনানীতে মোটরসাইকেলচালকদের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার প্রতিবাদও জানান তাঁরা।
আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, ‘আমরা চাই, অটোরিকশা রাস্তায় যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন মোটরবাইকচালকের ওপর অটোরিকশাচালকেরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা এটি চাই না। আমরা চাই না, একজন আরেকজনের ওপর আক্রমণাত্মক হোক।’
তিনি আরও বলেন, ‘দেশে রাস্তাঘাটে গাড়ি চলাচলের একটি নীতিমালা রয়েছে, আমরা চাই সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। তাদেরও রুটি-রুজির বিষয় আছে, সেটি রক্ষিত হোক, আমরাও চাই। তবে মূল সড়কে যত্রতত্রভাবে চালানো বন্ধ হোক। তাদের একটি নীতিমালার আওতায় নিয়ে আসা হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং আইন প্রণয়ন করা হোক। যাতে করে তারা স্বেচ্ছাচারিতা না করতে পারে।’
আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে যাঁরা ঢাকার রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ি চালান, তাঁদের কাছে একটি আতঙ্কের নাম অটোরিকশা। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন অটোরিকশার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে মহাসড়কে চলুক, তবে আলাদা লেন করে দেওয়া হোক। একটা সুষ্ঠু নির্দেশনা আসুক তাদের ব্যাপারে, যাতে করে তারা তাদের মতো করে চালাতে পারে এবং জনদুর্ভোগ তৈরি না হয়।’
এ সময় সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. প্রধান সড়কে সাধারণ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. কেবল প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের অনুমতি দিতে হবে। ৩. যত্রতত্র ব্রেক করা ও উল্টো পথে চলাচল বন্ধ করতে হবে এবং ৪. আইন প্রণয়ন করে মোটরসাইকেলের মতোই শাস্তির আওতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু, জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে