
গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গভীর জঙ্গলের ভেতরে গাছের ডাল কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি দিয়ে ঢাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান এক নারী। পরে পুলিশ গিয়ে সেগুলোসহ আশপাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে।
শ্রীপুর থানার পুলিশ বলছে, খুলি ও হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা এলাকার গভীর জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) দুপুরে স্থানীয় এক নারী বনের ভেতর লাকড়ি কুড়াতে যায়। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে বনের ভেতরে একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পায়। এরপর হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি-লুঙ্গি সরিয়ে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায়। এরপর তিনি এসে স্থানীয়দের বিষয়টি জানান।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে একজন নারী বনের ভেতরে মানবদেহের মাথায় খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর সঙ্গে সঙ্গে থানার পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে জঙ্গলের ভেতরে পড়ে থাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘এই জঙ্গলে খুব বেশি মানুষের আনাগোনা নেই। হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, এটা বোঝা যাচ্ছে না।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এগুলো নারী নাকি পুরুষের এটা শনাক্ত করা যায়নি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয়, সেটাও এখনই বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘তবে ধারণা করা হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। মানবদেহটি শিয়াল-কুকুরে খেয়ে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়েছে। মাথার খুলি ও হাড়গোড়, পাঞ্জাবি-লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে।’

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গভীর জঙ্গলের ভেতরে গাছের ডাল কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি দিয়ে ঢাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান এক নারী। পরে পুলিশ গিয়ে সেগুলোসহ আশপাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে।
শ্রীপুর থানার পুলিশ বলছে, খুলি ও হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা এলাকার গভীর জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) দুপুরে স্থানীয় এক নারী বনের ভেতর লাকড়ি কুড়াতে যায়। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে বনের ভেতরে একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পায়। এরপর হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি-লুঙ্গি সরিয়ে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায়। এরপর তিনি এসে স্থানীয়দের বিষয়টি জানান।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে একজন নারী বনের ভেতরে মানবদেহের মাথায় খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর সঙ্গে সঙ্গে থানার পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে জঙ্গলের ভেতরে পড়ে থাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘এই জঙ্গলে খুব বেশি মানুষের আনাগোনা নেই। হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, এটা বোঝা যাচ্ছে না।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এগুলো নারী নাকি পুরুষের এটা শনাক্ত করা যায়নি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয়, সেটাও এখনই বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘তবে ধারণা করা হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। মানবদেহটি শিয়াল-কুকুরে খেয়ে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়েছে। মাথার খুলি ও হাড়গোড়, পাঞ্জাবি-লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে