নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে এমন মন্তব্য করা বিচারপতিকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি। তিনি তাঁকে কথা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র জানায়, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ দেওয়ার পর তাঁকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে খাস কামরায় ডেকে নেওয়া হয়। ১৫ মিনিটের মতো তাঁর সঙ্গে কথা হয়। তাঁকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এএসএম নাসির এলানের পক্ষে জামিন শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।
জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন হাইকোর্ট বলেন, ‘তাঁদের (আপিলকারীদের) আইনজীবীকে আগে বলতে দিন। আপনি এখনই লাফ দিয়ে উঠছেন কেন? দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!’
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন বক্তব্য অসাংবিধানিক। তিনি অসাংবিধানিক বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। কোনোভাবেই এটি সমর্থনযোগ্য নয়। প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে এমন মন্তব্য করা বিচারপতিকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি। তিনি তাঁকে কথা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র জানায়, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ দেওয়ার পর তাঁকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে খাস কামরায় ডেকে নেওয়া হয়। ১৫ মিনিটের মতো তাঁর সঙ্গে কথা হয়। তাঁকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এএসএম নাসির এলানের পক্ষে জামিন শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।
জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন হাইকোর্ট বলেন, ‘তাঁদের (আপিলকারীদের) আইনজীবীকে আগে বলতে দিন। আপনি এখনই লাফ দিয়ে উঠছেন কেন? দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!’
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন বক্তব্য অসাংবিধানিক। তিনি অসাংবিধানিক বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। কোনোভাবেই এটি সমর্থনযোগ্য নয়। প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে