নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দেশে ২০ থেকে ২৫ বছর আগে যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতো, এখন তা অনেকটাই কমে এসেছে। এটার কারণ হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টা। ধীরে ধীরে দেশে সন্ত্রাসী কার্যকলাপ আরও কমে আসবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে।’
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আদালত বয়কট করার মতো সিদ্ধান্তে যাবেন না। এর কারণে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জুডিশিয়ারিকে সহযোগিতা করবেন। অভিযোগ থাকলে আমাদের বলবেন। দুষ্ট বিচারক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক।’
তিনি আরও বলেন, ‘এখনো আশির দশকের অনেক মামলা নিয়ে বিচারপ্রার্থীদের আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে পারাটাই সাফল্য। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে অনেক কষ্ট হয়। যারা আদালতে ঘুরে বিচার পাচ্ছে না তাদের বিচার নিশ্চিত করা সরকারের পাশাপাশি আইনজীবীদেরও দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি।’
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল সাইফুর রহমান, জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দেশে ২০ থেকে ২৫ বছর আগে যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতো, এখন তা অনেকটাই কমে এসেছে। এটার কারণ হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টা। ধীরে ধীরে দেশে সন্ত্রাসী কার্যকলাপ আরও কমে আসবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে।’
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আদালত বয়কট করার মতো সিদ্ধান্তে যাবেন না। এর কারণে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জুডিশিয়ারিকে সহযোগিতা করবেন। অভিযোগ থাকলে আমাদের বলবেন। দুষ্ট বিচারক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক।’
তিনি আরও বলেন, ‘এখনো আশির দশকের অনেক মামলা নিয়ে বিচারপ্রার্থীদের আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে পারাটাই সাফল্য। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে অনেক কষ্ট হয়। যারা আদালতে ঘুরে বিচার পাচ্ছে না তাদের বিচার নিশ্চিত করা সরকারের পাশাপাশি আইনজীবীদেরও দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি।’
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল সাইফুর রহমান, জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে