নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী ব্যানার নিয়ে অবস্থান করেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, জনগণ জেনে যাবে প্রতিটি সেক্টরে কীভাবে দুর্নীতি হয়। যখনই এসব বিষয় নিয়ে একজন সাংবাদিক প্রতিবেদন করেছেন তখনই তাঁকে জেলে পোরা হয়েছে। আমরা এখন এমন সমাজে বসবাস করছি যেখানে কার্টুন আঁকলে জেলে পোরা হয়, গান গাইলে জেলে পোরা হয়।
তিনি আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরা মানে শুধু সাংবাদিককে নয় দেশের প্রতিটি জনগণের গলা টিপে ধরা। যাতে কেউ সত্য কিছু লিখতে না পারে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণকে অনিরাপদ করে রাখা হয়েছে। একজন সাংবাদিককে নথি দেখাতে তারা দায়বদ্ধ। ভোট লাগে না বলে তাদের সেই দায়বদ্ধতা নেই। তাই এখন এতবড় সাহস করেছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
ছাত্র ইউনিয়নের উত্তরা সংসদের সভাপতি ও ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাতের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বাড্ডা থানার সভাপতি শাহারিয়ার জাহান ইমনসহ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা করেন।

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী ব্যানার নিয়ে অবস্থান করেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, জনগণ জেনে যাবে প্রতিটি সেক্টরে কীভাবে দুর্নীতি হয়। যখনই এসব বিষয় নিয়ে একজন সাংবাদিক প্রতিবেদন করেছেন তখনই তাঁকে জেলে পোরা হয়েছে। আমরা এখন এমন সমাজে বসবাস করছি যেখানে কার্টুন আঁকলে জেলে পোরা হয়, গান গাইলে জেলে পোরা হয়।
তিনি আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরা মানে শুধু সাংবাদিককে নয় দেশের প্রতিটি জনগণের গলা টিপে ধরা। যাতে কেউ সত্য কিছু লিখতে না পারে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণকে অনিরাপদ করে রাখা হয়েছে। একজন সাংবাদিককে নথি দেখাতে তারা দায়বদ্ধ। ভোট লাগে না বলে তাদের সেই দায়বদ্ধতা নেই। তাই এখন এতবড় সাহস করেছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
ছাত্র ইউনিয়নের উত্তরা সংসদের সভাপতি ও ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাতের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বাড্ডা থানার সভাপতি শাহারিয়ার জাহান ইমনসহ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে