নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী ব্যানার নিয়ে অবস্থান করেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, জনগণ জেনে যাবে প্রতিটি সেক্টরে কীভাবে দুর্নীতি হয়। যখনই এসব বিষয় নিয়ে একজন সাংবাদিক প্রতিবেদন করেছেন তখনই তাঁকে জেলে পোরা হয়েছে। আমরা এখন এমন সমাজে বসবাস করছি যেখানে কার্টুন আঁকলে জেলে পোরা হয়, গান গাইলে জেলে পোরা হয়।
তিনি আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরা মানে শুধু সাংবাদিককে নয় দেশের প্রতিটি জনগণের গলা টিপে ধরা। যাতে কেউ সত্য কিছু লিখতে না পারে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণকে অনিরাপদ করে রাখা হয়েছে। একজন সাংবাদিককে নথি দেখাতে তারা দায়বদ্ধ। ভোট লাগে না বলে তাদের সেই দায়বদ্ধতা নেই। তাই এখন এতবড় সাহস করেছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
ছাত্র ইউনিয়নের উত্তরা সংসদের সভাপতি ও ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাতের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বাড্ডা থানার সভাপতি শাহারিয়ার জাহান ইমনসহ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা করেন।

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী ব্যানার নিয়ে অবস্থান করেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, জনগণ জেনে যাবে প্রতিটি সেক্টরে কীভাবে দুর্নীতি হয়। যখনই এসব বিষয় নিয়ে একজন সাংবাদিক প্রতিবেদন করেছেন তখনই তাঁকে জেলে পোরা হয়েছে। আমরা এখন এমন সমাজে বসবাস করছি যেখানে কার্টুন আঁকলে জেলে পোরা হয়, গান গাইলে জেলে পোরা হয়।
তিনি আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরা মানে শুধু সাংবাদিককে নয় দেশের প্রতিটি জনগণের গলা টিপে ধরা। যাতে কেউ সত্য কিছু লিখতে না পারে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণকে অনিরাপদ করে রাখা হয়েছে। একজন সাংবাদিককে নথি দেখাতে তারা দায়বদ্ধ। ভোট লাগে না বলে তাদের সেই দায়বদ্ধতা নেই। তাই এখন এতবড় সাহস করেছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
ছাত্র ইউনিয়নের উত্তরা সংসদের সভাপতি ও ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাতের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বাড্ডা থানার সভাপতি শাহারিয়ার জাহান ইমনসহ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা করেন।

গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
২ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
৫ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে