Ajker Patrika

গভীর রাতে ঢামেকের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের ২ নেতাকে মারধর 

ঢাবি প্রতিনিধি
গভীর রাতে ঢামেকের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের ২ নেতাকে মারধর 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেটে মারধরের শিকার হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশী দুই নেতা। মারধরের শিকার ছাত্রলীগের নেতারা হলেন—সাব্বির হোসাইন ও কাউসার হাসান কায়েস।

এর মধ্যে কাউসার হাসান কায়েস বেশি আহত হয়েছেন, তাঁর মাথায় ও চোখে বেশ আঘাত লেগেছে। ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে কাউসারকে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ঢামেকের আমতলা গেটে ঢাকা কলেজের দুই জনের বাইকের সঙ্গে অন্য একটি বাইক আকস্মিকভাবে মুখোমুখি পড়ে যায়। পরে বাইক নিয়ে দুইজন সামনে এগোতে চাইলে চারটি বাইক এসে তাদের পথ আটকিয়ে মারধর শুরু করে। তবে মারধরকারী কাউকে চিনতে পারেননি এ প্রত্যক্ষদর্শী।

আহত কাউসার হাসান বলেন, ‘মেডিকেল মোড় থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় বহির্বিভাগের সামনে একটি বাইক এসে পড়ে, পরে দুঃখ প্রকাশ করে চলে যাই। তখন আরও চারটি বাইক এসে—নেশা করছিস নাকি, ঢাকা কলেজ ছাত্রলীগ করোস, তাই না—ইত্যাদি বলে এলোপাতাড়ি মারধর করে। শহীদ মিনার এলাকার পুলিশ এগিয়ে এলে তারা বাইক নিয়ে পালিয়ে যায়।’ 

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঘটনা শুনে ঢামেকে যাই। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পাঠিয়েছি, আরেকজনকে পপুলারে ভর্তি করানো হয়েছে। কারা হামলার সঙ্গে জড়িত তা জানি না, বিষয়টি তদন্ত করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত