নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিজাত ফ্যাশন হাউস ভাসাবির স্বত্বাধিকারী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল জামান মোল্লাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
দুপুরের পর জামানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. রিপন উদ্দিন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
জামান মোল্লার আইনজীবী এম এ গফফার চৌধুরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের মধ্যে গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পরদিন ২ নভেম্বর গুলশান থানায় একটি মামলা করে গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত। জামান ছাড়াও এই মামলায় আসামি করা হয় ঢাকা হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শাহজাহানসহ ৩৪ জনকে। এই মামলায় জামানকে গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিএনপির অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচি সফল করে তুলতে প্রয়োজনীয় অর্থের জোগানদাতা জামান। তাঁর ইন্ধনে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে তদন্তে জানা গেছে। মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত এসব তথ্য উদ্ঘাটনের জন্য জামানকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০০৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-ভাষানটেক) আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম আ স ম হান্নান শাহ। তাঁর মৃত্যুর পর এই আসনে বিএনপির পক্ষে নানাভাবে নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেন কামাল জামান মোল্লা। এ ছাড়া দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও নির্যাতিত নেতা-কর্মীদের সহযোগিতাও করেন তিনি। সমাজের অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানী এলাকার বিভিন্ন স্তরে রয়েছে তাঁর যোগাযোগ।
ঢাকা-১৭ নির্বাচনী আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন কামাল জামান মোল্লা।

অভিজাত ফ্যাশন হাউস ভাসাবির স্বত্বাধিকারী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল জামান মোল্লাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
দুপুরের পর জামানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. রিপন উদ্দিন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
জামান মোল্লার আইনজীবী এম এ গফফার চৌধুরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের মধ্যে গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পরদিন ২ নভেম্বর গুলশান থানায় একটি মামলা করে গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত। জামান ছাড়াও এই মামলায় আসামি করা হয় ঢাকা হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শাহজাহানসহ ৩৪ জনকে। এই মামলায় জামানকে গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিএনপির অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচি সফল করে তুলতে প্রয়োজনীয় অর্থের জোগানদাতা জামান। তাঁর ইন্ধনে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে তদন্তে জানা গেছে। মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত এসব তথ্য উদ্ঘাটনের জন্য জামানকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০০৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-ভাষানটেক) আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম আ স ম হান্নান শাহ। তাঁর মৃত্যুর পর এই আসনে বিএনপির পক্ষে নানাভাবে নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেন কামাল জামান মোল্লা। এ ছাড়া দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও নির্যাতিত নেতা-কর্মীদের সহযোগিতাও করেন তিনি। সমাজের অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানী এলাকার বিভিন্ন স্তরে রয়েছে তাঁর যোগাযোগ।
ঢাকা-১৭ নির্বাচনী আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন কামাল জামান মোল্লা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে