নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিলের প্রতিবাদের মিছিলে পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮৫ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া উল্লেখযোগ্য অন্যরা হলেন খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীব, রফিকুল ইসলাম মজনু ও ইসহাক সরকার। অন্যরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী।
বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ খালাসের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ঘোষণা হয়। রায়ের প্রতিবাদ করে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিয়ে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি পল্টন মডেল থানাধীন হোটেল ভিক্টরীর সামনে ভিআইপি রোডে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ সময় আসামিরা পুলিশের কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন থানার এসআই বিএনপির ৭০ নেতা–কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন।
তদন্ত শেষে পল্টন থানার এসআই আরশাদ হোসেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৮৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২২ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৩৩ জনের মধ্যে সাতজন সাক্ষী সাক্ষ্য দেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিলের প্রতিবাদের মিছিলে পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮৫ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া উল্লেখযোগ্য অন্যরা হলেন খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীব, রফিকুল ইসলাম মজনু ও ইসহাক সরকার। অন্যরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী।
বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ খালাসের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ঘোষণা হয়। রায়ের প্রতিবাদ করে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিয়ে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি পল্টন মডেল থানাধীন হোটেল ভিক্টরীর সামনে ভিআইপি রোডে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ সময় আসামিরা পুলিশের কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন থানার এসআই বিএনপির ৭০ নেতা–কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন।
তদন্ত শেষে পল্টন থানার এসআই আরশাদ হোসেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৮৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২২ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৩৩ জনের মধ্যে সাতজন সাক্ষী সাক্ষ্য দেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৪৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে