Ajker Patrika

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ, পাশে পড়ে ছিল চিরকুট

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৩
ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ, পাশে পড়ে ছিল চিরকুট

গাজীপুরের শ্রীপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে থাকা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যত ব্যথা আছে, সব মোবাইলে রেকর্ডিং করা আছে।’ 

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামের মো. নূরুল ইসলামের বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ।

মৃত যুবক মো. মিরাজ উদ্দিন (৩৪) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। 

স্থানীয় বাসিন্দা শরিফ বলেন, কয়েক বছর ধরে ওই এলাকায় স্ত্রীসহ থাকতেন মিরাজ। তিনি একটি কারখানায় কাজ করতেন। তিন মাস আগে মিরাজের স্ত্রী মারা যান। এর পর থেকে সেই ভাড়াবাড়িতে একাই থাকতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিক চাপে পড়েন। এতে করে তিনি তেমনভাবে কাজে মনোযোগী হতে পারতেন না। ধারণা করা হচ্ছে, স্ত্রী মৃত্যুর পর মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। গতকাল রাত ১১টার দিকে ঘরের আড়ায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত