নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা থেকে যশোরের বেনাপোল রুটে চলাচল করা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এ রুটের যাত্রীরা দাবি জানিয়ে আসছিল ট্রেনটি পুনরায় চালু করার। এবার বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরে মাসে ট্রেনটি পুনরায় চালু করার।
ট্রেন চালুর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকা জানিয়েছে, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসেম্বরের ১ তারিখ থেকেই ট্রেনটি চালু করার। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি আগামী মাস থেকে আগের মতোই নিয়মিত চলাচল করবে ট্রেনটি।
এতদিন কেন ট্রেন বন্ধ ছিল জানতে চাইলে সরদার শাহাদাত আলী বলেন, এ রুটের বেশির ভাগ যাত্রী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করে ভারতে যান। যেহেতু করোনার কারণে ট্রেন বন্ধ এবং ভারতের ভিসা বন্ধ ছিল সে করণে ট্রেনটি এতদিন বন্ধ রাখা হয়েছে।
বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে এ রুটে বেড়েছে যাত্রী যাতায়াত। বেনাপোল রুটে চলছে পণ্য পরিবহন ও লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল। এ ছাড়া দেশের সব রুটে চলাচল করছে যাত্রীবাহী ট্রেন। কিন্তু বেনাপোল এক্সপ্রেস এখন পর্যন্ত বন্ধ থাকায় সড়ক পথে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
২০১৯ সালের ১৭ জুলাই ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী এ ট্রেনটি চালু করে সরকার। এতে এ পথে চিকিৎসা, ভ্রমণ আর বাণিজ্যিক কাজে যাতায়াতকারী মানুষ বেশ উপকৃত হয়।

ঢাকা থেকে যশোরের বেনাপোল রুটে চলাচল করা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এ রুটের যাত্রীরা দাবি জানিয়ে আসছিল ট্রেনটি পুনরায় চালু করার। এবার বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরে মাসে ট্রেনটি পুনরায় চালু করার।
ট্রেন চালুর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকা জানিয়েছে, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসেম্বরের ১ তারিখ থেকেই ট্রেনটি চালু করার। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি আগামী মাস থেকে আগের মতোই নিয়মিত চলাচল করবে ট্রেনটি।
এতদিন কেন ট্রেন বন্ধ ছিল জানতে চাইলে সরদার শাহাদাত আলী বলেন, এ রুটের বেশির ভাগ যাত্রী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করে ভারতে যান। যেহেতু করোনার কারণে ট্রেন বন্ধ এবং ভারতের ভিসা বন্ধ ছিল সে করণে ট্রেনটি এতদিন বন্ধ রাখা হয়েছে।
বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে এ রুটে বেড়েছে যাত্রী যাতায়াত। বেনাপোল রুটে চলছে পণ্য পরিবহন ও লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল। এ ছাড়া দেশের সব রুটে চলাচল করছে যাত্রীবাহী ট্রেন। কিন্তু বেনাপোল এক্সপ্রেস এখন পর্যন্ত বন্ধ থাকায় সড়ক পথে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
২০১৯ সালের ১৭ জুলাই ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী এ ট্রেনটি চালু করে সরকার। এতে এ পথে চিকিৎসা, ভ্রমণ আর বাণিজ্যিক কাজে যাতায়াতকারী মানুষ বেশ উপকৃত হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৬ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪৩ মিনিট আগে