Ajker Patrika

আশুলিয়ায় দোকানে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আশুলিয়ায় দোকানে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১০ 

সাভার আশুলিয়া এলাকার দোকানে দোকানে চাঁদা তুলত চক্রটি। কোনো দোকানদার চাঁদা দিতে না চাইলে, তাঁকে ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হত। এছাড়া ওই স্থান থেকে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার আদায় করে আসছিল চক্রটি। 

চক্রটির ১০ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব। আজ সোমবার সকালে র‍্যাব-৪ এর স্টাফ অফিসার মিডিয়া এএসপি মাজহারুল ইসলাম বলেন, গতকাল রোববার সন্ধ্যায় র‍্যাব-৪ এর একটি দল সাভার আশুলিয়া নবীনগর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে চাঁদাবাজী করার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে। 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, তাঁরা এলাকার পেশাদার চাঁদাবাজ চক্র। গ্রেপ্তার আসামীরাসহ পলাতক অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন আসামী পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মাসুদ রানা (৪০), ইকবাল হোসেন রতন (৪২), বিপ্লব (৩০), পান্নু হাওলদার (৩৪), জাহাঙ্গীর (৪৮), আনোয়ার শেখ (৪২), আলম মোল্লা (৩৭), আব্দুল্লাহ আল হেলাল (২০), শাহাদত হোসেন (৩০) ও সঞ্চয় (৩০)। তাঁদের কাছ থেকে চাঁদাবাজীর নগদ ৪ হাজার ২৩০ টাকা ও ৮টি মোবাইল জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত