রাজধানীর উত্তর বাড্ডা বেরাইদ এলাকায় প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে তানভির হাসান মুন্না (২৪) ও তানভিরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)।
আজ রোববার দুপুরের দিকে বেরাইদ বড় পাড়া রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে রুবিনাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর ছেলে তানভীর জানান, বাড়ির জমি নিয়ে এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী শহিবুলের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ও আদালতে মামলা চলছে। রোববার দুপুরে শহিবুর তাঁর তিন ছেলেসহ ১৫-১৬ জনকে নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁদের মারধর করতে শুরু করলে রুবিনা তাঁদের বাধা দেয়। তখন তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে শহিবুল। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় রুবিনা।
নিহতের ভাই মাহফুজুর রহমান জানান, এলাকায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে শিহাবুর ও তাঁর ছেলেরা। তাঁরা আমাদের আত্মীয় হয়। গতবার কাউন্সিলর নির্বাচনে আইয়ুব আনছার মিন্টু কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর প্রতিপক্ষ ছিলেন হাজী জাহাঙ্গীর আলম। আমাদের পরিবার বর্তমান কাউন্সিলর মিন্টুর সমর্থক। আর শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক। হেরে যাওয়ার পর থেকে তাঁরা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। জমি নিয়েও বিরোধ চলছিল।
স্থানীয় ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু বলেন, নিহত নারী আমার ফুপাতো ভাই শরিফ হোসেনের স্ত্রী। নির্বাচনের সময় তাঁরা আমার পক্ষে কাজ করেছে। আমার প্রতিদ্বন্দ্বী ছিল জাহাঙ্গীর। শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক এবং নিহত নারীর চাচাতো ভাইও হয়। জমিজমা নিয়েও তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। নির্বাচন ও জমিজমার জেরেই আজকের এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। তানভিরের হাতে ও হাশিদুলের মাথায় আঘাত রয়েছে। তাঁদের দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জমিজমা নিয়ে আত্মীয়স্বজনদের মধ্যে ঝামেলা ছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৯ মিনিট আগে