সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর করিম ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে গিয়েছেন সাভারের আওয়ামী লীগ নেতারা। নূর করিম ভূঁইয়াকে শেষবারের মতো দেখতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছুটে যান সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টও দেন তিনি।
সেখানে রাজীবের আপলোডের ছবিতে আরও আওয়ামী লীগ নেতাদের দেখা যায়। তাঁরা হলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজ।
আজ রোববার বিকেল ৫টার দিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। প্রাথমিকভাবে জানা গেছে, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বিএনপি নেতার মৃত্যুর খবরে আওয়ামী নেতাদের এমনভাবে ছুটে যাওয়ার ব্যাপারটিকে সৌহার্দ্যমূলক ও ইতিবাচকভাবেই দেখছেন বিএনপির নেতা কর্মীরা।
এ ব্যাপারে ঢাকা জেলা যুবদলের সহসভাপতি মো. আমজাদ হোসেন বলেন, তিনি তো এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন। তার মৃত্যুতে তাঁকে দেখতে যাওয়া, তাঁর পরিবারের পাশে দাঁড়ানো মানবিকতার অংশ। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও রাজনীতির মাঠে তো আমরা সহকর্মী। এটা আসলে রাজনীতি বা সামাজিকতার একটা অংশ। আমি আওয়ামী নেতাদের এমন আচরণকে সাধুবাদ জানাই।
সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবিএম আজহারুল ইসলাম সুরুজ বলেন, একটা মানুষের মৃত্যু সবকিছুর ঊর্ধ্বে। তিনি একজন রাজনৈতিক বর্ষীয়ান নেতা। আমরাও তো রাজনৈতিক নেতা। তাঁর মৃত্যুতে আমরা সহমর্মিতা জানিয়েছি। আমরা তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
নূর করিম ভূঁইয়া দীর্ঘদিন সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সাভারের ব্যাংক কলোনি এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি। সোমবার সকাল ৯টায় তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর করিম ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে গিয়েছেন সাভারের আওয়ামী লীগ নেতারা। নূর করিম ভূঁইয়াকে শেষবারের মতো দেখতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছুটে যান সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টও দেন তিনি।
সেখানে রাজীবের আপলোডের ছবিতে আরও আওয়ামী লীগ নেতাদের দেখা যায়। তাঁরা হলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজ।
আজ রোববার বিকেল ৫টার দিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। প্রাথমিকভাবে জানা গেছে, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বিএনপি নেতার মৃত্যুর খবরে আওয়ামী নেতাদের এমনভাবে ছুটে যাওয়ার ব্যাপারটিকে সৌহার্দ্যমূলক ও ইতিবাচকভাবেই দেখছেন বিএনপির নেতা কর্মীরা।
এ ব্যাপারে ঢাকা জেলা যুবদলের সহসভাপতি মো. আমজাদ হোসেন বলেন, তিনি তো এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন। তার মৃত্যুতে তাঁকে দেখতে যাওয়া, তাঁর পরিবারের পাশে দাঁড়ানো মানবিকতার অংশ। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও রাজনীতির মাঠে তো আমরা সহকর্মী। এটা আসলে রাজনীতি বা সামাজিকতার একটা অংশ। আমি আওয়ামী নেতাদের এমন আচরণকে সাধুবাদ জানাই।
সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবিএম আজহারুল ইসলাম সুরুজ বলেন, একটা মানুষের মৃত্যু সবকিছুর ঊর্ধ্বে। তিনি একজন রাজনৈতিক বর্ষীয়ান নেতা। আমরাও তো রাজনৈতিক নেতা। তাঁর মৃত্যুতে আমরা সহমর্মিতা জানিয়েছি। আমরা তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
নূর করিম ভূঁইয়া দীর্ঘদিন সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সাভারের ব্যাংক কলোনি এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি। সোমবার সকাল ৯টায় তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১৯ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে