Ajker Patrika

পুরান ঢাকায় মন্দিরের পাশে দেয়াল ভাঙার অভিযোগ, মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকায় মন্দিরের পাশে দেয়াল ভাঙার অভিযোগ, মামলা

পুরান ঢাকার ওয়ারী এলাকার লালমোহন সাহ্ স্ট্রিটে অবস্থিত রাধাকান্ত জিউ মন্দিরের পাশের একটি অংশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই হামলা হয়। হামলায় প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেয় বলে জানা গেছে। 

আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মূল মন্দিরের সঙ্গে সংযুক্ত পুরোনো দেয়ালঘেরা একটি অংশে ভাঙচুর করা হয়েছে। দেয়ালের ভেতরের দিকে কোনো ব্যবহার উপযোগী আসবাবপত্র নেই। তবে পুরোনো টিন, জানালার অংশবিশেষসহ বিভিন্ন অব্যবহৃত জিনিসপত্র পড়ে আছে। 

মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রায় দুই শতাধিক ব্যক্তি নিয়ে স্থানীয় হাজি শফিউল্লাহ এবং তাঁর ছেলে ইসরাফ সুফি মন্দিরের বাম পাশের অংশে হামলা চালায়। হামলায় মন্দিরের দুজন আহত হন। হামলায় আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

রুপানুগা গৌড় দাস বলেন, ‘যে জায়গায় হামলা করা হয়েছে সেটা মন্দিরের অংশ। সেটার পাশের যে অংশে হাজি শফিউল্লাহর বাড়ি, সেই তিন কাঠা এবং এর পাশের রাজ্জাক আলীর বাড়ির আড়াই কাঠা জমিও মন্দিরের জমি। তাঁরা এগুলো অবৈধভাবে দখল করে আছেন। মন্দির এবং আমাদের নিরাপত্তার জন্য এর আগে তিনটি মামলা করা হয়েছে।’ 

যে জায়গায় হাজি শফিউল্লাহর বাড়ি সেটার পুরোটাতেই ভাড়াটিয়ারা থাকেন। ভাড়াটিয়া মোহাম্মদ ফরজুর বলেন, ‘ঘটনার সময় বাড়িতে ছিলাম না। যে জায়গায় ভাঙচুর করা হয়েছে, সেটা শফিউল্লাহর জমি বলেই শুনেছি। তবে মন্দির কর্তৃপক্ষ সেটা দখল করে আছে।’ 

ঘটনার প্রত্যক্ষদর্শী মন্দিরের পাশের বাড়ির টুনি আক্তার বলেন, ‘গতকাল রাতে শফিউল্লাহ জমি দখল করতে যান। পরে রাস্তার আশপাশ থেকে অনেকেই সেখানে ভিড় করেন। তবে সবাই ভাঙচুরে অংশ নেননি। যাদের জমি, তাঁরাই শুধু সেই পুরোনো দেয়াল ভেঙেছেন।’ 

এদিকে এই ঘটনায় পর গতকাল রাত থেকেই মন্দিরের সামনে পুলিশ পাহারা বসানো হয়েছে। আজ দুপুরে ডিএমপি ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ এবং ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘এর আগে তিনটি মামলা হয়েছে। তবে সেগুলো আদালত খারিজ করে দিয়েছেন। এখনো রিট করার সুযোগ আছে। তাই শফিউল্লাহ চাইলেই ইচ্ছেমতো এই জায়গা দখলের জন্য ভাঙচুর করতে পারেন না। ওই মন্দিরের গলির মুখে টিনশেডের একটি দোকান ছিল। মন্দির কর্তৃপক্ষের মামলার মুখে যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। স্থানীয় শফিউল্লাহর লোকজন গতকাল রাতে সেখানে একটি দেয়াল ভেঙে জায়গাটা দখলের চেষ্টা করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে বলেছেন। আজ (শুক্রবার) সেখানে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে না। তবুও নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

শাহ ইফতেখার আহমেদ আরও জানান, এরই মধ্যে এ বিষয়ে একটা মামলা রেকর্ড করা হয়েছে। সেখানে শফিউল্লাহ এবং তাঁর ছেলেকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

তবে মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস বলেন, ‘যে তিনটি মামলা হয়েছে, সেগুলো ১৪৫ ধারার মামলা। সেগুলো মন্দির এবং আমাদের নিরাপত্তার জন্য দায়ের করা হয়েছে। সেগুলো খারিজ মানে তো মন্দিরের জায়গা দখল করা যাবে—বিষয়টি এমন নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত