নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো বন্ধে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সহযোগিতা চেয়েছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
তিনি বলেন, ডিবি প্রধান হারুন অর রশিদ আমাকে যে কারণে ডেকেছিলেন তা হলো- সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কাজ করি। আমার একটি বড় ফলোয়ার গ্রুপ আছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এই সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্ষেত্রে রাজনীতি ও রাজনীতির বাইরেও অনেক লোকজন গুজব ছড়ায়। এটা নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ কাজ করছে। আমাকেও বললেন কোনোভাবে কিছুটা সহযোগিতা করা যায় কি না। আমার জায়গা থেকে কি ধরনের সহযোগিতা করা যায়। আর ডিবির ভাবমূর্তি বা পুলিশের ভাবমূর্তি উন্নয়নের জন্য কি কি কাজ করলে ভালো হয়। আমি আমার জায়গা থেকে যা বলার তা বলেছি।
বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর প্রসঙ্গ টেনে সুমন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। রাজনৈতিক প্রোগ্রামের নামেও দেখা যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
এই ক্ষেত্রে আমি বলার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আইন মেনে নাগরিকের যেই অধিকারটুকু আছে সেটুকু অবশ্যই যেন ওনারা মেনে কাজ করেন। উনি আমাকে কথা দিয়েছেন এবং আমিও উনাকে কথা দিয়েছি যত ইতিবাচক কাজ আছে সেগুলো আমরা চেষ্টা করব মানুষের সামনে তুলে ধরার জন্য।
ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, আজকে সব জায়গা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। আমি মনে করি, যারা ইউটিউবার বা ফেসবুকে কথা বলেন, কেউ যেন পুলিশের মনোবল ভাঙতে প্রোপাগান্ডা না ছড়ান। আমাদের যেই প্রকৃত সত্য কথাটা, আমরা যা করি সেটা যেন সত্যভাবে প্রকাশ হয়। মিথ্যা তথ্য দিয়ে, মনগড়া তথ্য দিয়ে, কাল্পনিক গল্প সাজিয়ে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা না করেন। আমরা সকলেরই সহযোগিতা চাচ্ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো বন্ধে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সহযোগিতা চেয়েছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
তিনি বলেন, ডিবি প্রধান হারুন অর রশিদ আমাকে যে কারণে ডেকেছিলেন তা হলো- সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কাজ করি। আমার একটি বড় ফলোয়ার গ্রুপ আছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এই সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্ষেত্রে রাজনীতি ও রাজনীতির বাইরেও অনেক লোকজন গুজব ছড়ায়। এটা নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ কাজ করছে। আমাকেও বললেন কোনোভাবে কিছুটা সহযোগিতা করা যায় কি না। আমার জায়গা থেকে কি ধরনের সহযোগিতা করা যায়। আর ডিবির ভাবমূর্তি বা পুলিশের ভাবমূর্তি উন্নয়নের জন্য কি কি কাজ করলে ভালো হয়। আমি আমার জায়গা থেকে যা বলার তা বলেছি।
বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর প্রসঙ্গ টেনে সুমন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। রাজনৈতিক প্রোগ্রামের নামেও দেখা যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
এই ক্ষেত্রে আমি বলার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আইন মেনে নাগরিকের যেই অধিকারটুকু আছে সেটুকু অবশ্যই যেন ওনারা মেনে কাজ করেন। উনি আমাকে কথা দিয়েছেন এবং আমিও উনাকে কথা দিয়েছি যত ইতিবাচক কাজ আছে সেগুলো আমরা চেষ্টা করব মানুষের সামনে তুলে ধরার জন্য।
ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, আজকে সব জায়গা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। আমি মনে করি, যারা ইউটিউবার বা ফেসবুকে কথা বলেন, কেউ যেন পুলিশের মনোবল ভাঙতে প্রোপাগান্ডা না ছড়ান। আমাদের যেই প্রকৃত সত্য কথাটা, আমরা যা করি সেটা যেন সত্যভাবে প্রকাশ হয়। মিথ্যা তথ্য দিয়ে, মনগড়া তথ্য দিয়ে, কাল্পনিক গল্প সাজিয়ে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা না করেন। আমরা সকলেরই সহযোগিতা চাচ্ছি।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন
১৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩১ মিনিট আগে
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
৩২ মিনিট আগে