সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়।
স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগা সরকারি কবরস্থানটিতে নারী-পুরুষের কবরের স্থান আলাদা করা আছে। সেখানে নারীদের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।
মাহমুদা খানম নামের স্থানীয় এক স্কুলশিক্ষিকা বলেন, ‘দেড় বছর আগে আমার মাকে এখানে কবর দেওয়া হয়েছিল। এর পর থেকে প্রতি শুক্রবার মায়ের কবর জিয়ারত করতে আসি। তবে আজ সকালে এসে দেখি, মায়ের কবরে গর্ত। মনে হলো, কবরে মায়ের কঙ্কাল নেই। পরে দেখি, আশপাশের আরও কয়েকটি কবরের একই অবস্থা। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো সবই পুরোনো কবর। এই কবরস্থানে অনেক বেওয়ারিশ লাশও কবর দেওয়া হয়।
এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১৬টি, ২০১৯ সালে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া কবরস্থান থেকে ৭টি এবং ২০১৫ সালে পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে সেসব ঘটনায় কাউকে আটক করার কথা শোনা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা সুমন চন্দ্র গাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়।
স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগা সরকারি কবরস্থানটিতে নারী-পুরুষের কবরের স্থান আলাদা করা আছে। সেখানে নারীদের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।
মাহমুদা খানম নামের স্থানীয় এক স্কুলশিক্ষিকা বলেন, ‘দেড় বছর আগে আমার মাকে এখানে কবর দেওয়া হয়েছিল। এর পর থেকে প্রতি শুক্রবার মায়ের কবর জিয়ারত করতে আসি। তবে আজ সকালে এসে দেখি, মায়ের কবরে গর্ত। মনে হলো, কবরে মায়ের কঙ্কাল নেই। পরে দেখি, আশপাশের আরও কয়েকটি কবরের একই অবস্থা। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো সবই পুরোনো কবর। এই কবরস্থানে অনেক বেওয়ারিশ লাশও কবর দেওয়া হয়।
এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১৬টি, ২০১৯ সালে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া কবরস্থান থেকে ৭টি এবং ২০১৫ সালে পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে সেসব ঘটনায় কাউকে আটক করার কথা শোনা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা সুমন চন্দ্র গাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১২ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৪ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৫ মিনিট আগে