Ajker Patrika

পদ্মায় পানি বাড়ায় দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
দৌলতদিয়া ফেরিঘাট। ছবি: আজকের পত্রিকা
দৌলতদিয়া ফেরিঘাট। ছবি: আজকের পত্রিকা

পদ্মা নদীর পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ করছে বিআইডব্লিউটিএ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের র‍্যাম পানিতে ডুবে যাওয়ায় তা রেকারের মাধ্যমে তোলার কাজ চলছে। পানি বৃদ্ধির কারণে ঘাটটি নিম্ন স্তর থেকে মধ্য স্তরে উন্নীত করা হচ্ছে। তবে ঘাটটি বন্ধ থাকলেও ফেরি চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘাট এলাকায় যানজট বা যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়নি। বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সোলেমান মোল্লা বলেন, ‘সকালে এসে দেখি ৭ নম্বর ঘাটের র‍্যাম পানির নিচে। ফেরি এলেও গাড়ি ওঠানামা করতে পারছে না। পরে ঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন কাজ চলছে।’

ঝিনাইদহ থেকে আসা পশুবাহী ট্রাকের চালক আবুল কাশেম বলেন, ‘ঘাটে কোনো ভিড় নেই। আসার সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠতে পারছি। প্রথমে ৭ নম্বর ঘাটে গিয়েছিলাম, কিন্তু বন্ধ দেখে ৩ নম্বর ঘাটে এসেছি, এখন ফেরিতে উঠব।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ পদ্মায় পানি বাড়ায় ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম তলিয়ে যায়। ফলে যানবাহন ওঠানামা করতে না পারায় ঘাটটি সকাল থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিকেলের মধ্যেই মেরামত সম্পন্ন করে ঘাট সচল করা হবে।

তিনি আরও জানান, ঘাটটি সাময়িক বন্ধ থাকলেও এলাকায় যানজট বা ভোগান্তি নেই। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

খুলনার কমিশনার, ১৩ এসপিসহ পুলিশের ২২ কর্মকর্তাকে বদলি

দল বিলুপ্ত করে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, প্রার্থী হবেন ধানের শীষের

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...