নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।

নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৯ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে