গাজীপুর প্রতিনিধি

আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৯তম বর্ষপূর্তি ডুয়েট ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। আমরা এখন থিওরি মুখস্থ করব না। প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখব। কি করে হয়, কেন হয়, কীভাবে হয় সেটা করে শিখবো, সেটা মুখস্থ করার দরকার নাই। সেটা এমনিতেই মনে থাকবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, গবেষণা এসবের জন্য খুব বেশি করে উৎসাহিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দায়িত্ব নিয়েই গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করেছিলেন। বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য ১২টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এখন তৃণমূল পর্যায়ে থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানাগার, গবেষণাগার, আইসিটি ল্যাব তৈরি করার ক্ষেত্রে ব্যাপকভাবে বিনিয়োগ করছি। খুব শিগগিরই আমাদের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের আওতায় চলে আসবে। ইতিমধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, আগামী বছর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় চলে আসবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি ডিভিশন কাজ শুরু করেছে।’
ডুয়েটের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। এ সময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৯তম বর্ষপূর্তি ডুয়েট ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। আমরা এখন থিওরি মুখস্থ করব না। প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখব। কি করে হয়, কেন হয়, কীভাবে হয় সেটা করে শিখবো, সেটা মুখস্থ করার দরকার নাই। সেটা এমনিতেই মনে থাকবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, গবেষণা এসবের জন্য খুব বেশি করে উৎসাহিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দায়িত্ব নিয়েই গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করেছিলেন। বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য ১২টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এখন তৃণমূল পর্যায়ে থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানাগার, গবেষণাগার, আইসিটি ল্যাব তৈরি করার ক্ষেত্রে ব্যাপকভাবে বিনিয়োগ করছি। খুব শিগগিরই আমাদের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের আওতায় চলে আসবে। ইতিমধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, আগামী বছর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় চলে আসবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি ডিভিশন কাজ শুরু করেছে।’
ডুয়েটের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। এ সময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে