নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন। গ্রাহকের টাকা আত্মসাতের আটটি মামলা এবং চেক প্রত্যাখ্যানের ২০টি মামলায় জামিন পাওয়ার পর সব আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার বিকেলে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। এ সময় ইভ্যালির মার্চেন্ট এবং ভোক্তাদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
শামীমা নাসরিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁকে আইনি সহায়তা প্রদানকারী দলের সমন্বয়ক ব্যারিস্টার নিঝুম মজুমদার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সবগুলো মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাঁর একটা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। বাচ্চাটার জন্যই এই মুক্তিটা খুব জরুরি ছিল।’
ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল কবে মুক্তি পেতে পারেন জানতে চাইলে নিঝুম মজুমদার বলেন, ‘চেকের ২০টি মামলাতেই রাসেল সাহেবেরও জামিন হয়েছে। আর অন্যান্য আটটি মামলার মধ্যে চারটিতে জামিন পাওয়া বাকি আছে। এগুলোতে জামিন হলে তিনি মুক্তি পাবেন।’
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন। এর আগের রাতে প্রতারণার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।
শামীমা নাসরীনের আইনজীবী দলের সদস্যরা জানিয়েছেন, মামলাগুলোতে বাদীপক্ষের সঙ্গে শামীমা নাসরীনের আপস হয়েছে। আপসের ভিত্তিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
ইভ্যালি সম্পর্কিত পড়ুন:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন। গ্রাহকের টাকা আত্মসাতের আটটি মামলা এবং চেক প্রত্যাখ্যানের ২০টি মামলায় জামিন পাওয়ার পর সব আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার বিকেলে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। এ সময় ইভ্যালির মার্চেন্ট এবং ভোক্তাদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
শামীমা নাসরিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁকে আইনি সহায়তা প্রদানকারী দলের সমন্বয়ক ব্যারিস্টার নিঝুম মজুমদার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সবগুলো মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাঁর একটা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। বাচ্চাটার জন্যই এই মুক্তিটা খুব জরুরি ছিল।’
ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল কবে মুক্তি পেতে পারেন জানতে চাইলে নিঝুম মজুমদার বলেন, ‘চেকের ২০টি মামলাতেই রাসেল সাহেবেরও জামিন হয়েছে। আর অন্যান্য আটটি মামলার মধ্যে চারটিতে জামিন পাওয়া বাকি আছে। এগুলোতে জামিন হলে তিনি মুক্তি পাবেন।’
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন। এর আগের রাতে প্রতারণার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।
শামীমা নাসরীনের আইনজীবী দলের সদস্যরা জানিয়েছেন, মামলাগুলোতে বাদীপক্ষের সঙ্গে শামীমা নাসরীনের আপস হয়েছে। আপসের ভিত্তিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
ইভ্যালি সম্পর্কিত পড়ুন:

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে