নারায়ণগঞ্জ প্রতিনিধি

নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না এমন হুমকি দিয়ে আলোচনায় এসেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ইতিমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে মন্তব্য করেছেন খোদ তৃণমূল বিএনপির মহাসচিব।
প্রকাশিত ভিডিওতে মাসুমকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ অনেকেই করতে পারে। কিন্তু নেত্রীর মার্কা হচ্ছে নৌকা। শেখ হাসিনা নৌকার দায়িত্ব রূপগঞ্জে গাজী সাহেবকে দিয়েছেন। আপনাদের যদি কেউ ভুলভাল বলে আপনারা সেই ভুল করবেন না। আপনাদের ভোট গাজী সাহেবকেই নৌকা মার্কায় দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো আপনাদের যে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে এগুলা কিন্তু কিছু থাকবো না।’
গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন।
মাসুম একই আসনের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার বিষয়ে উপস্থিত বাসিন্দাদের বলেন, ‘আপনাদের এখানে শাহজাহান চেয়ারম্যান কয়দিন আসছে? ১৫ বছর এই মন্দিরে পাড়া দিসে? গাজী সাব প্রত্যেক বছর আসেন। উনি না আসতে পারলে উনার ছেলেকে পাঠায়। উনি সর্বদা আপনাদের পাশে ছিল ও আছেন।’
এই বিষয়টি সামনে এনে তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকারি দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণায় বলা হয় নৌকার প্রতীকে ভোট না দিলে গ্যাস বন্ধ করে দেওয়া হবে, পানির সংযোগ বন্ধ করে দেওয়া হবে এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। প্রতিনিয়ত আমাদের ভয় ভীতি দেখানো হচ্ছে।’
এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জের ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই ছাত্রলীগ নেতার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল হক অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।’

নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না এমন হুমকি দিয়ে আলোচনায় এসেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ইতিমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে মন্তব্য করেছেন খোদ তৃণমূল বিএনপির মহাসচিব।
প্রকাশিত ভিডিওতে মাসুমকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ অনেকেই করতে পারে। কিন্তু নেত্রীর মার্কা হচ্ছে নৌকা। শেখ হাসিনা নৌকার দায়িত্ব রূপগঞ্জে গাজী সাহেবকে দিয়েছেন। আপনাদের যদি কেউ ভুলভাল বলে আপনারা সেই ভুল করবেন না। আপনাদের ভোট গাজী সাহেবকেই নৌকা মার্কায় দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো আপনাদের যে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে এগুলা কিন্তু কিছু থাকবো না।’
গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন।
মাসুম একই আসনের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার বিষয়ে উপস্থিত বাসিন্দাদের বলেন, ‘আপনাদের এখানে শাহজাহান চেয়ারম্যান কয়দিন আসছে? ১৫ বছর এই মন্দিরে পাড়া দিসে? গাজী সাব প্রত্যেক বছর আসেন। উনি না আসতে পারলে উনার ছেলেকে পাঠায়। উনি সর্বদা আপনাদের পাশে ছিল ও আছেন।’
এই বিষয়টি সামনে এনে তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকারি দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণায় বলা হয় নৌকার প্রতীকে ভোট না দিলে গ্যাস বন্ধ করে দেওয়া হবে, পানির সংযোগ বন্ধ করে দেওয়া হবে এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। প্রতিনিয়ত আমাদের ভয় ভীতি দেখানো হচ্ছে।’
এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জের ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই ছাত্রলীগ নেতার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল হক অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে