
বাংলাদেশ বিমানবাহিনীর ‘কমান্ড সেফটি’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে আজ মঙ্গলবার এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।
বিমানবাহিনীর প্রধান বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী নেতৃত্বে গত ২৪ মার্চ প্রথম বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) বিমানের সফল উদ্বোধনের জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিবিটি নিরাপত্তা, প্রশিক্ষণ এবং অপারেশনাল প্রস্তুতিতে শ্রেষ্ঠত্বের দিকে আমাদের যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত।’ তিনি ২০২৩ সালে উল্লেখযোগ্য ২২ হাজার ৯২৯ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় বিমানবাহিনীর সব সদস্যদের প্রশংসা করেন।
বিমানবাহিনী প্রধান আরও বলেন, ‘অপারেশনাল উড্ডয়ন কার্যক্রমে বছরটি পরিপূর্ণ ছিল।’ তিনি জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিমানবাহিনীর সমস্ত কর্মকর্তা, সদস্যদের নিষ্ঠার সঙ্গে তাঁদের কার্যক্রম পালন করার জন্য প্রশংসা করেন। তিনি মাতৃভূমি রক্ষায় বিমানবাহিনী সদস্যদের সদা প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি বিমানবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদ্যাপন, সংসদ নির্বাচন সাপোর্ট মিশন পরিচালনা, বিএএফ একাডেমি প্রেসিডেন্ট প্যারেড ফ্লাই পাস্ট, কিলোফ্লাইটের সদস্য স্কোয়াড্রন লিডার বীর বদরুল আলম এবং এয়ার ভাইস মার্শাল বীর সুলতান মাহমুদের সম্মানে ফিউনারেল প্যারেড ফ্লাই পাস্ট পরিচালনা, বছরজুড়ে সংঘটিত বিভিন্ন বিমান মহড়া, সরকার ও সামরিক বাহিনীর প্রয়োজনে বহুবিধ অপারেশনাল কার্যক্রম নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।
সবশেষে আব্দুল হান্নান উড্ডয়ন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমানবাহিনীর অভিজ্ঞতা, পেশাদারিত্বের এবং সহযোগিতার সংমিশ্রণের সুযোগ তৈরি করার জন্য কমান্ড সেফটি সেমিনার-২০২৪-এর উদ্দেশ্যকে সাধুবাদ জানান। ভবিষ্যৎ উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকল্পে তিনি উপস্থিত সব এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সবার নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর পাশাপাশি অতীত অভিজ্ঞতালব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়াসমূহ কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারকে ‘অন্তঃ ঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ১১ নম্বর বহরকে ২০২৩ সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘অন্তঃ বহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ দেওয়া হয়। এ ছাড়া এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমানবাহিনী ঘাঁটি বাশারের বিমান প্রকৌশল বহরকে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ দেওয়া হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমানবাহিনীর ঘাঁটিগুলোর মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন। অন্য সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ বিমানবাহিনীর ‘কমান্ড সেফটি’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে আজ মঙ্গলবার এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।
বিমানবাহিনীর প্রধান বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী নেতৃত্বে গত ২৪ মার্চ প্রথম বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) বিমানের সফল উদ্বোধনের জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিবিটি নিরাপত্তা, প্রশিক্ষণ এবং অপারেশনাল প্রস্তুতিতে শ্রেষ্ঠত্বের দিকে আমাদের যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত।’ তিনি ২০২৩ সালে উল্লেখযোগ্য ২২ হাজার ৯২৯ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় বিমানবাহিনীর সব সদস্যদের প্রশংসা করেন।
বিমানবাহিনী প্রধান আরও বলেন, ‘অপারেশনাল উড্ডয়ন কার্যক্রমে বছরটি পরিপূর্ণ ছিল।’ তিনি জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিমানবাহিনীর সমস্ত কর্মকর্তা, সদস্যদের নিষ্ঠার সঙ্গে তাঁদের কার্যক্রম পালন করার জন্য প্রশংসা করেন। তিনি মাতৃভূমি রক্ষায় বিমানবাহিনী সদস্যদের সদা প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি বিমানবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদ্যাপন, সংসদ নির্বাচন সাপোর্ট মিশন পরিচালনা, বিএএফ একাডেমি প্রেসিডেন্ট প্যারেড ফ্লাই পাস্ট, কিলোফ্লাইটের সদস্য স্কোয়াড্রন লিডার বীর বদরুল আলম এবং এয়ার ভাইস মার্শাল বীর সুলতান মাহমুদের সম্মানে ফিউনারেল প্যারেড ফ্লাই পাস্ট পরিচালনা, বছরজুড়ে সংঘটিত বিভিন্ন বিমান মহড়া, সরকার ও সামরিক বাহিনীর প্রয়োজনে বহুবিধ অপারেশনাল কার্যক্রম নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।
সবশেষে আব্দুল হান্নান উড্ডয়ন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমানবাহিনীর অভিজ্ঞতা, পেশাদারিত্বের এবং সহযোগিতার সংমিশ্রণের সুযোগ তৈরি করার জন্য কমান্ড সেফটি সেমিনার-২০২৪-এর উদ্দেশ্যকে সাধুবাদ জানান। ভবিষ্যৎ উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকল্পে তিনি উপস্থিত সব এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সবার নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর পাশাপাশি অতীত অভিজ্ঞতালব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়াসমূহ কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারকে ‘অন্তঃ ঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ১১ নম্বর বহরকে ২০২৩ সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘অন্তঃ বহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ দেওয়া হয়। এ ছাড়া এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমানবাহিনী ঘাঁটি বাশারের বিমান প্রকৌশল বহরকে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ দেওয়া হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমানবাহিনীর ঘাঁটিগুলোর মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন। অন্য সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে