সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে চেক জালিয়াতির মামলায় পৌর মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। সাভারের রাজালাখ ফার্মের বিপরীত পাশ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
গ্রেপ্তারকৃত রাহিমা সাভার পৌর মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাভারের ঘর দেওয়ার কথা বলে প্রতারণার মামলার আসামি আল-আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, আদালতের ওয়ারেন্ট পেয়ে আসামি রাহিমাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এরপর বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজালাখের বিপরীত পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। সিআর মামলায় ওয়ারেন্ট ছিল তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ঘর দেওয়ার কথা বলে, নামা গেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদেপাড়া থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়েছিল রাহিমা ও তাঁর স্বামী। পরবর্তীতে ঘরও দেয়নি কিংবা টাকাও ফেরত দেয়নি তাঁরা। ভুক্তভোগীরা আদালতে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় রাহিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে সাভার পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি বলেন, ‘আইন তাঁর নিজের গতিতে চলবে। রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। যে জালিয়াতি করেছে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, ‘আমরা ওয়ারেন্টভুক্ত অপরাধী রাহিমাকে গ্রেপ্তার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’

ঢাকার সাভারে চেক জালিয়াতির মামলায় পৌর মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। সাভারের রাজালাখ ফার্মের বিপরীত পাশ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
গ্রেপ্তারকৃত রাহিমা সাভার পৌর মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাভারের ঘর দেওয়ার কথা বলে প্রতারণার মামলার আসামি আল-আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, আদালতের ওয়ারেন্ট পেয়ে আসামি রাহিমাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এরপর বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজালাখের বিপরীত পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। সিআর মামলায় ওয়ারেন্ট ছিল তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ঘর দেওয়ার কথা বলে, নামা গেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদেপাড়া থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়েছিল রাহিমা ও তাঁর স্বামী। পরবর্তীতে ঘরও দেয়নি কিংবা টাকাও ফেরত দেয়নি তাঁরা। ভুক্তভোগীরা আদালতে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় রাহিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে সাভার পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি বলেন, ‘আইন তাঁর নিজের গতিতে চলবে। রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। যে জালিয়াতি করেছে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, ‘আমরা ওয়ারেন্টভুক্ত অপরাধী রাহিমাকে গ্রেপ্তার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৪ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৯ মিনিট আগে