সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে চেক জালিয়াতির মামলায় পৌর মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। সাভারের রাজালাখ ফার্মের বিপরীত পাশ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
গ্রেপ্তারকৃত রাহিমা সাভার পৌর মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাভারের ঘর দেওয়ার কথা বলে প্রতারণার মামলার আসামি আল-আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, আদালতের ওয়ারেন্ট পেয়ে আসামি রাহিমাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এরপর বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজালাখের বিপরীত পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। সিআর মামলায় ওয়ারেন্ট ছিল তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ঘর দেওয়ার কথা বলে, নামা গেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদেপাড়া থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়েছিল রাহিমা ও তাঁর স্বামী। পরবর্তীতে ঘরও দেয়নি কিংবা টাকাও ফেরত দেয়নি তাঁরা। ভুক্তভোগীরা আদালতে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় রাহিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে সাভার পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি বলেন, ‘আইন তাঁর নিজের গতিতে চলবে। রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। যে জালিয়াতি করেছে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, ‘আমরা ওয়ারেন্টভুক্ত অপরাধী রাহিমাকে গ্রেপ্তার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’

ঢাকার সাভারে চেক জালিয়াতির মামলায় পৌর মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। সাভারের রাজালাখ ফার্মের বিপরীত পাশ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
গ্রেপ্তারকৃত রাহিমা সাভার পৌর মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাভারের ঘর দেওয়ার কথা বলে প্রতারণার মামলার আসামি আল-আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, আদালতের ওয়ারেন্ট পেয়ে আসামি রাহিমাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এরপর বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজালাখের বিপরীত পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। সিআর মামলায় ওয়ারেন্ট ছিল তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ঘর দেওয়ার কথা বলে, নামা গেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদেপাড়া থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়েছিল রাহিমা ও তাঁর স্বামী। পরবর্তীতে ঘরও দেয়নি কিংবা টাকাও ফেরত দেয়নি তাঁরা। ভুক্তভোগীরা আদালতে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় রাহিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে সাভার পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি বলেন, ‘আইন তাঁর নিজের গতিতে চলবে। রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। যে জালিয়াতি করেছে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, ‘আমরা ওয়ারেন্টভুক্ত অপরাধী রাহিমাকে গ্রেপ্তার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে