Ajker Patrika

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে যুক্ত করা হবে: উপদেষ্টা আসিফ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৮: ৫৯
ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে যুক্ত করা হবে: উপদেষ্টা আসিফ
জাতীয় যুব দিবস উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পাআইডি

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার জাতীয় যুব দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তরুণদের ‘সহায়ক পুলিশ’ হিসেবে যুক্ত করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ট্রাফিক সচেনতার জন্য আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি করেছি। সেখানে এক হাজারের মতো তরুণ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকে অনেকে সহায়ক পুলিশ হিসেবে কাজ করছেন। এ রকম প্রত্যেক জায়গায় আমরা যুবকদেরকে যুক্ত করব এবং তাদের সম্পৃক্ততার মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার প্রতিফলন দেখতে পাব।’

উপদেষ্টা আরও বলেন, ‘৫ আগস্টের পর আমাদের শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছিল, তারা এখন ট্রাফিক পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় থাকবে। সকাল এবং বিকেলে ট্রাফিক যেহেতু একটু বেশি সমস্যা হয়, এ জন্য সকাল-বিকেল চার ঘণ্টা করে শিক্ষার্থীরা এই পয়েন্টগুলোয় দায়িত্ব পালন করবে তারা। এটা একটা পার্টটাইম জব হিসেবে তারা করবে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে তিন-চার শ (শিক্ষার্থী) নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনকে এই কাজে যুক্ত করা হবে।’

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, দেশে বর্তমানে ১ কোটি ৮০ লাখ বেকার রয়েছেন। এর মধ্যে ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার। দুই বছরে সরকারিভাবে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরে এখনো অনেক পদ খালি আছে। বিভিন্ন দেশের সঙ্গেও কর্মসংস্থানের ব্যাপারে আলাপ চলমান আছে। বিশ্বব্যাংকের সহায়তায় ৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ৬০ শতাংশ থাকবেন নারী।’

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস। দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। দিবসটি উদ্‌যাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত