Ajker Patrika

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসাধীন

জবি প্রতিনিধি 
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫: ৪৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসাধীন
অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁকে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সকাল থেকে চলমান অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের আতিকুর রহমান তানজিল।

আজ রোববার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অনশনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই শিক্ষার্থী। পরবর্তী সময়ে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রাত ৯টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আতিকুর রহমানের প্রাথমিক চিকিৎসা চলছে মেডিকেল সেন্টারেই।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওনার ব্লাড প্রেসার কমে গিয়েছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে।’

মেডিকেল অফিসার রাকিব আরও বলেন, এ মুহূর্তে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। তাঁকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে আজ সকাল ১০টার দিকে গণ-অনশনে বসেন কয়েক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যানার টানিয়ে, মাটিতে চাদর বিছিয়ে অনশনে বসেন তাঁরা।

অনশনে বসা শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত