নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের বাসা থেকে উদ্ধার গৃহকর্মী মৌসুমির (১৪) মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার কিছু পরে ময়নাতদন্ত শেষ হলে পুলিশ সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক মৌসুমির মরদেহ গ্রহণ করেন।
ময়নাতদন্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন আফরোজ।
এর আগে মৌসুমির মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, ‘মারা যাওয়া মৌসুমির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ আছে।’
প্রাথমিকভাবে রিপোর্টে উল্লেখ করা হয়, মৃত মৌসুমি অজ্ঞাত কারণে ১৪/এ নম্বর শিমুল বিল্ডিংয়ের ১৩ তলার ছাদের বারান্দায় ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর রমনায় পুলিশ কর্মকর্তাদের আবাসিক ভবন শিমুল থেকে মৌসুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুছ আলী বলেন, ‘বিকেলে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করি। এ সময় বাসার বেলকুনিতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রাশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।’
জানা যায়, মৃত মৌসুমির বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে। রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিকের বাসায় গৃহকর্মীর কাজ করত সে। তারিক বর্তমানে রাজশাহীর সারদায় অবস্থিতি পুলিশ একাডেমির অধ্যক্ষ।
মৌসুমির বাবা অনেক আগেই মারা গেছেন। মা ফরিদা অন্য একজনকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছেন। এরপর থেকে নানির কাছেই বড় হয়েছে সে।

রাজধানীর রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের বাসা থেকে উদ্ধার গৃহকর্মী মৌসুমির (১৪) মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার কিছু পরে ময়নাতদন্ত শেষ হলে পুলিশ সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক মৌসুমির মরদেহ গ্রহণ করেন।
ময়নাতদন্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন আফরোজ।
এর আগে মৌসুমির মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, ‘মারা যাওয়া মৌসুমির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ আছে।’
প্রাথমিকভাবে রিপোর্টে উল্লেখ করা হয়, মৃত মৌসুমি অজ্ঞাত কারণে ১৪/এ নম্বর শিমুল বিল্ডিংয়ের ১৩ তলার ছাদের বারান্দায় ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর রমনায় পুলিশ কর্মকর্তাদের আবাসিক ভবন শিমুল থেকে মৌসুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুছ আলী বলেন, ‘বিকেলে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করি। এ সময় বাসার বেলকুনিতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রাশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।’
জানা যায়, মৃত মৌসুমির বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে। রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিকের বাসায় গৃহকর্মীর কাজ করত সে। তারিক বর্তমানে রাজশাহীর সারদায় অবস্থিতি পুলিশ একাডেমির অধ্যক্ষ।
মৌসুমির বাবা অনেক আগেই মারা গেছেন। মা ফরিদা অন্য একজনকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছেন। এরপর থেকে নানির কাছেই বড় হয়েছে সে।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৫ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৭ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে