উত্তরা (ঢাকা) প্রতিনিধি

চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর উত্তরায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারীসহ এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চীনা নাগরিক জি সেন ওরফে ড. সেন (৫৮) ও তাঁর সহযোগী হিরা চাকমা (২৫)।
উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৯০ নম্বর বাসা থেকে গতকাল রোববার (২৭ আগস্ট) রাতে মামলার পর তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আজ সোমবার (২৮ আগস্ট) তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন চীনের ইয়ানজি সিটির জিলিন প্রদেশের বাসিন্দা জি সেন ওরফে ড. সেন। তিনি উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৯০ নম্বর বাসায় থাকতেন। তাঁর সহযোগী হলেন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সি ব্লকের বিরলাল চাকমার মেয়ে হিরা চাকমা। তিনি তুরাগের ১৮ নম্বর সেক্টরের রূপসা বিল্ডিংয়ে থাকেন।
ভুক্তভোগীর মামলার এজাহার সূত্রে জানা যায়, তিনি একটি সরকারি ডিগ্রি কলেজে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করেন। ১৫ দিন আগে হিরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।
ফেসবুকে কথাবার্তার একপর্যায়ে হিরা চাকমা জানান, চীনা নাগরিক জি সেনের সঙ্গে তাঁর বিষয়ে কথা হয়েছে। সে চাকমা মেয়ে বিয়ে করতে চায়। তখন ভুক্তভোগী ছাত্রীও জানায়, তিনিও চীন যেতে চান। পরে হিরা চাকমার প্রলোভনে গত শুক্রবার (২৫ আগস্ট) চীনা নাগরিকের বাসায় আসেন ভুক্তভোগী। তখন চীনা নাগরিক তাঁকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী ছাত্রী চলে যেতে চাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে হিরা চাকমার সঙ্গে থাকতে বলেন জি সেন। পরদিন শনিবার রাতে হিরা চাকমার সহযোগিতায় চীনা নাগরিক ফের ধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই ছাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার পর আমাকে তারা রোববার (২৭ আগস্ট) উত্তরার একটি কফি শপে নিয়ে যায়। তখন সেখানকার এক নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাই। পরে সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে এবং তাঁদের আটক করে।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক সোমবার (২৮ আগস্ট) বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘চাকমা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার পরপরই চীনা নাগরিক ও তাঁর সহযোগী চাকমা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ (সোমবার) ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে আজ সোমবার (২৮ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর উত্তরায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারীসহ এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চীনা নাগরিক জি সেন ওরফে ড. সেন (৫৮) ও তাঁর সহযোগী হিরা চাকমা (২৫)।
উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৯০ নম্বর বাসা থেকে গতকাল রোববার (২৭ আগস্ট) রাতে মামলার পর তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আজ সোমবার (২৮ আগস্ট) তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন চীনের ইয়ানজি সিটির জিলিন প্রদেশের বাসিন্দা জি সেন ওরফে ড. সেন। তিনি উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৯০ নম্বর বাসায় থাকতেন। তাঁর সহযোগী হলেন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সি ব্লকের বিরলাল চাকমার মেয়ে হিরা চাকমা। তিনি তুরাগের ১৮ নম্বর সেক্টরের রূপসা বিল্ডিংয়ে থাকেন।
ভুক্তভোগীর মামলার এজাহার সূত্রে জানা যায়, তিনি একটি সরকারি ডিগ্রি কলেজে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করেন। ১৫ দিন আগে হিরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।
ফেসবুকে কথাবার্তার একপর্যায়ে হিরা চাকমা জানান, চীনা নাগরিক জি সেনের সঙ্গে তাঁর বিষয়ে কথা হয়েছে। সে চাকমা মেয়ে বিয়ে করতে চায়। তখন ভুক্তভোগী ছাত্রীও জানায়, তিনিও চীন যেতে চান। পরে হিরা চাকমার প্রলোভনে গত শুক্রবার (২৫ আগস্ট) চীনা নাগরিকের বাসায় আসেন ভুক্তভোগী। তখন চীনা নাগরিক তাঁকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী ছাত্রী চলে যেতে চাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে হিরা চাকমার সঙ্গে থাকতে বলেন জি সেন। পরদিন শনিবার রাতে হিরা চাকমার সহযোগিতায় চীনা নাগরিক ফের ধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই ছাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার পর আমাকে তারা রোববার (২৭ আগস্ট) উত্তরার একটি কফি শপে নিয়ে যায়। তখন সেখানকার এক নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাই। পরে সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে এবং তাঁদের আটক করে।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক সোমবার (২৮ আগস্ট) বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘চাকমা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার পরপরই চীনা নাগরিক ও তাঁর সহযোগী চাকমা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ (সোমবার) ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে আজ সোমবার (২৮ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে