নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে ঘিরে বিশেষ নিরাপত্তাবলয় সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাজিয়া মিছিল প্রদক্ষিণ হবে এমন এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তার পাশাপাশি মিছিলের আগে পরে বিশেষ বলয় তৈরি করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তাজিয়া মিছিলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। ছাদেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এ ছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।
তাজিয়া মিছিলের এক দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিলকে নিয়ে কোনো ধরনের হিংসাত্মক ও অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি-না, সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সেই অনুযায়ী ব্যবস্থাও আমরা গ্রহণ করব।
তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব—বলেন শফিকুল ইসলাম।
তাজিয়া মিছিল ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের সংশ্লিষ্ট ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত র্যাব সদস্যরা থাকবে। মিছিল ঘিরে র্যাবের পর্যাপ্ত পরিমাণ সদস্যরা মাঠে থাকবে। মিছিলের আগে সংশ্লিষ্ট স্থানগুলো ডগ স্কয়াট দিয়ে সুইপিং করা হয়েছে।
গুজব প্রতিরোধে কাজ করছে র্যাবের সাইবার মনিটরিং ইউনিট উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, র্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে। অনলাইনে কোনো ধরনের উসকানি বা গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে কি-না সেটি প্রতিরোধে নজরদারি করা হচ্ছে।

পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে ঘিরে বিশেষ নিরাপত্তাবলয় সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাজিয়া মিছিল প্রদক্ষিণ হবে এমন এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তার পাশাপাশি মিছিলের আগে পরে বিশেষ বলয় তৈরি করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তাজিয়া মিছিলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। ছাদেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এ ছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।
তাজিয়া মিছিলের এক দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিলকে নিয়ে কোনো ধরনের হিংসাত্মক ও অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি-না, সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সেই অনুযায়ী ব্যবস্থাও আমরা গ্রহণ করব।
তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব—বলেন শফিকুল ইসলাম।
তাজিয়া মিছিল ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের সংশ্লিষ্ট ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত র্যাব সদস্যরা থাকবে। মিছিল ঘিরে র্যাবের পর্যাপ্ত পরিমাণ সদস্যরা মাঠে থাকবে। মিছিলের আগে সংশ্লিষ্ট স্থানগুলো ডগ স্কয়াট দিয়ে সুইপিং করা হয়েছে।
গুজব প্রতিরোধে কাজ করছে র্যাবের সাইবার মনিটরিং ইউনিট উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, র্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে। অনলাইনে কোনো ধরনের উসকানি বা গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে কি-না সেটি প্রতিরোধে নজরদারি করা হচ্ছে।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৮ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৫ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে