Ajker Patrika

মুরাদনগরের ঘটনা গোটা দেশের প্রতিচ্ছবি: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৫, ২২: ২৫
মুরাদনগরের ঘটনা গোটা দেশের প্রতিচ্ছবি: রফিউর রাব্বি
ধর্ষণ ও মবের প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, ‘মুরাদনগরের ঘটনা আজ গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সরকার দেশের মব ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে। প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।’

রফিউর রাব্বি বলেন, দেশে নারী নির্যাতনের যত ঘটনা ঘটে, থানায় মামলা হয় তার ১০-১২ শতাংশ। আবার যেসব মামলা হয়, তাতে ৪-৫ শতাংশের শাস্তি হয়, বাকিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। এ ক্ষেত্রে জেলার থানাগুলো যথাযথ ভূমিকা পালন করছে না।

সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ঘটনায় ধর্ষক ও ভিডিও ধারণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সকল মতের, সকল পথের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্মীয়, জাতিগত, লৈঙ্গিক—সব বৈষম্যের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখবে সরকার, এটাই চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।

জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল দাস, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত