ঢাবি প্রতিনিধি

৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের ফলাফলপ্রত্যাশীরা। এছাড়া ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল আলাদা প্রকাশ এবং পর্যাপ্ত সময় নিয়ে নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। একই সঙ্গে ৪৩তম বিসিএসের বাছাই তালিকা বাতিল করে অধিক সংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা করা এবং পূর্বের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য হ্রাসের দাবিও জানান ফলপ্রত্যাশীরা।
মানববন্ধনে ফলপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়—নন-ক্যাডারদের জন্য ৯ম গ্রেডের পদসংখ্যা ছিল ৪০তম বিসিএসে ১৬০৪টি, ৪১তম বিসিএসে ১০৪৩টি। কিন্তু ৪৩ তম বিসিএসে সে সংখ্যা মাত্র ১৯৬ টি। ১০ম গ্রেডের পদসংখ্যা ছিল ৪০ তম বিসিএসে ১১০৮ টি, ৪১তম বিসিএসে ২৬০১টি। ৪৩তম বিসিএসে তার সংখ্যা ৮৬১টি। এভাবে ১১তম ও ১২তম গ্রেডেও উল্লেখ্যযোগ্য হারে আসন কম রয়েছে।
মানববন্ধনে ফলপ্রত্যাশী মো. ফখরুল আলম বলেন, ‘এবারে খুবই কম পদ দেওয়া হয়েছে। অন্যান্য সময়ের সঙ্গে তুলনা করলে আমরা বুঝি, এখানে অনেক বৈষম্য করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যেমনি ক্ষতি হচ্ছে তেমনি সরকারের অর্থ অপচয় বাড়বে। আগের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিজ্ঞপ্তি বাতিল করার দাবি করছি।’
তন্ময় বাড়ৈ নামে আরেক ফলপ্রত্যাশী বলেন, ‘আগে নন-ক্যাডারের সবাই চাকরি পেত, এমন নয়! তবে উল্লেখযোগ্য সংখ্যক লোক চাকরি পেতেন। এবারে সম্পূর্ণ উল্টো বিষয় আমরা দেখছি, এটা কোনোভাবে কাম্য নয়। এবার এমন করে ফেলা হয়েছে যে, আপনি (ফলপ্রত্যাশী) ক্যাডার হলেই চাকরি পাবেন, না হলে আশা নেই।’

৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের ফলাফলপ্রত্যাশীরা। এছাড়া ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল আলাদা প্রকাশ এবং পর্যাপ্ত সময় নিয়ে নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। একই সঙ্গে ৪৩তম বিসিএসের বাছাই তালিকা বাতিল করে অধিক সংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা করা এবং পূর্বের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য হ্রাসের দাবিও জানান ফলপ্রত্যাশীরা।
মানববন্ধনে ফলপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়—নন-ক্যাডারদের জন্য ৯ম গ্রেডের পদসংখ্যা ছিল ৪০তম বিসিএসে ১৬০৪টি, ৪১তম বিসিএসে ১০৪৩টি। কিন্তু ৪৩ তম বিসিএসে সে সংখ্যা মাত্র ১৯৬ টি। ১০ম গ্রেডের পদসংখ্যা ছিল ৪০ তম বিসিএসে ১১০৮ টি, ৪১তম বিসিএসে ২৬০১টি। ৪৩তম বিসিএসে তার সংখ্যা ৮৬১টি। এভাবে ১১তম ও ১২তম গ্রেডেও উল্লেখ্যযোগ্য হারে আসন কম রয়েছে।
মানববন্ধনে ফলপ্রত্যাশী মো. ফখরুল আলম বলেন, ‘এবারে খুবই কম পদ দেওয়া হয়েছে। অন্যান্য সময়ের সঙ্গে তুলনা করলে আমরা বুঝি, এখানে অনেক বৈষম্য করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যেমনি ক্ষতি হচ্ছে তেমনি সরকারের অর্থ অপচয় বাড়বে। আগের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিজ্ঞপ্তি বাতিল করার দাবি করছি।’
তন্ময় বাড়ৈ নামে আরেক ফলপ্রত্যাশী বলেন, ‘আগে নন-ক্যাডারের সবাই চাকরি পেত, এমন নয়! তবে উল্লেখযোগ্য সংখ্যক লোক চাকরি পেতেন। এবারে সম্পূর্ণ উল্টো বিষয় আমরা দেখছি, এটা কোনোভাবে কাম্য নয়। এবার এমন করে ফেলা হয়েছে যে, আপনি (ফলপ্রত্যাশী) ক্যাডার হলেই চাকরি পাবেন, না হলে আশা নেই।’

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
২৮ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৩৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
৪৪ মিনিট আগে