Ajker Patrika

টঙ্গীতে যুবকের বিরুদ্ধে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে যুবকের বিরুদ্ধে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ 

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে মহারাজা (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এর আগে গতকাল মঙ্গলবার টঙ্গীর আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রায় এক বছর আগে অভিযুক্ত মহারাজার সঙ্গে তার পরিচয় হয়। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার বিকেলে টঙ্গীর আউচপাড়া এলাকায় মহারাজার পরিচিত এক ব্যক্তির বাসায় ওই নারীকে ডাকেন। পরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ঘটনার পর বিয়ের জন্য বললে মহারাজা বিয়েতে অস্বীকৃতি জানায়। পরে আজ (বুধবার) ওই নারী থানায় মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত