কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে দুটি জীবনবিমা কোম্পানি বহু গ্রাহকের পলিসির টাকা পরিশোধ না করে উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান দুটি হলো সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর মধ্যে গতকাল মঙ্গলবার সানফ্লাওয়ার লাইফ কোম্পানি পিকআপ ভ্যানে অফিসের মালামাল নিয়ে সটকে পড়ার চেষ্টা করলে সেটি আটকায় পুলিশ।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, তাঁরা নিয়মিত কিস্তি পরিশোধ করে পলিসির মেয়াদ পূর্ণ করেছেন। কিন্তু এখন টাকার জন্য অফিসে গেলে মিলছে না কোনো সমাধান। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের কালীগঞ্জ অফিসে গিয়ে সেটিতে তালা ঝুলতে দেখা যায়। অন্যদিকে, ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের অফিসে গিয়েও প্রধান ফটকে তালা ঝোলানো দেখা যায়।
আসলাম হোসেন নামে এক গ্রাহক বলেন, ‘আমি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে পাঁচ বছর মেয়াদি একটি পলিসি করেছিলাম। সব কিস্তির টাকা সময়মতো পরিশোধ করেছি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর আমার প্রাপ্য টাকা ফেরত দিচ্ছে না কোম্পানি।’ তার মতো অনেক গ্রাহক এখন তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বলে তিনি জানান।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সানফ্লাওয়ার ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের অফিস থেকে মালামাল ভর্তি একটি পিকআপ আটক করে। অভিযোগ উঠেছে, কোম্পানিটি গ্রাহকদের টাকা না দিয়ে রাতের আঁধারে অফিসের মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের মালামাল ট্রাকে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মালামালসহ পিকআপটি আটক করে থানায় নিয়ে আসি। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে জব্দ রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাজীপুরের কালীগঞ্জে দুটি জীবনবিমা কোম্পানি বহু গ্রাহকের পলিসির টাকা পরিশোধ না করে উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান দুটি হলো সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর মধ্যে গতকাল মঙ্গলবার সানফ্লাওয়ার লাইফ কোম্পানি পিকআপ ভ্যানে অফিসের মালামাল নিয়ে সটকে পড়ার চেষ্টা করলে সেটি আটকায় পুলিশ।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, তাঁরা নিয়মিত কিস্তি পরিশোধ করে পলিসির মেয়াদ পূর্ণ করেছেন। কিন্তু এখন টাকার জন্য অফিসে গেলে মিলছে না কোনো সমাধান। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের কালীগঞ্জ অফিসে গিয়ে সেটিতে তালা ঝুলতে দেখা যায়। অন্যদিকে, ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের অফিসে গিয়েও প্রধান ফটকে তালা ঝোলানো দেখা যায়।
আসলাম হোসেন নামে এক গ্রাহক বলেন, ‘আমি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে পাঁচ বছর মেয়াদি একটি পলিসি করেছিলাম। সব কিস্তির টাকা সময়মতো পরিশোধ করেছি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর আমার প্রাপ্য টাকা ফেরত দিচ্ছে না কোম্পানি।’ তার মতো অনেক গ্রাহক এখন তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বলে তিনি জানান।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সানফ্লাওয়ার ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের অফিস থেকে মালামাল ভর্তি একটি পিকআপ আটক করে। অভিযোগ উঠেছে, কোম্পানিটি গ্রাহকদের টাকা না দিয়ে রাতের আঁধারে অফিসের মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের মালামাল ট্রাকে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মালামালসহ পিকআপটি আটক করে থানায় নিয়ে আসি। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে জব্দ রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে