Ajker Patrika

প্রাইভেটকারে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রাইভেটকারে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রাইভেটকারে করে মাদক পাচারকালে রাজধানীর খিলক্ষেত থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. বিপুল (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ। 

পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত নিকুঞ্জ-২ এর জনতা ব্যাংকের সামনে গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে বিপুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারগ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসে রাজধানীতে বিক্রি করে আসছিলেন। 

এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...