নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত হতে যাচ্ছে দুই বাংলায় সাড়া জাগানো বই ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির’-এর দ্বিতীয় খণ্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পাঠকেরা কিনতে পারবেন বলে বইটির প্রকাশক জানিয়েছেন।
বইটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি দেশটির জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি হওয়ারও গৌরব অর্জন করেছেন। ছিলেন প্রণব মুখার্জির অত্যন্ত স্নেহভাজন।
বইটি সম্পর্কে গৌতম লাহিড়ী বলেন, ‘প্রথমেই পাঠকদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানাচ্ছি। বইটির প্রথম খণ্ড দুই বাংলায় এতটা সাড়া পড়বে ভাবিনি। পাঠকদের তুমুল আগ্রহেই দ্বিতীয় খণ্ডটা লিখতে প্রেরণা জুগিয়েছে।’
গৌতম লাহিড়ী আরও বলেন, ‘এটি ওনার জীবনি বলছি না। মূলত বইটি প্রণব মুখার্জির ছয় দশকব্যাপী বর্ণিল রাজনৈতিক জীবনের একটি খণ্ডচিত্র। ভারতের এই বলিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনেকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। তিনি ভারত সরকারের পররাষ্ট্র, অর্থসহ নানান গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মার্কিন-ভারত পরমাণু চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে কাজ করেছেন। প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনের উত্থান-পতন, শীর্ষ শিখরে পৌঁছানোসহ বহু ঘটনা দেখার সুযোগ হয়েছে। এ ছাড়া প্রাসঙ্গিকভাবে আরও বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে, যা অপ্রকাশিত রয়ে গিয়েছিল।’
প্রকাশক খান মুহাম্মদ মুরসালীন বইটি সম্পর্কে বলেন, ‘পাঠকেরাই আল-হামরা প্রকশনীর মূল প্রেরণা। বইটির প্রথম খণ্ড বের হওয়ার পর তাঁরা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ হয়েছি। তাই অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় খণ্ড প্রকাশের তাগিদ অনুভব করি। দ্বিতীয় খণ্ডে বিস্ময়কর কিছু ঘটনা উঠে এসেছে, যা পাঠকের জন্য চমক হিসেবে থাকুক।’
লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। মূলত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ভ্রমণ করেছেন ষাটেরও বেশি দেশে। অর্জন করেছেন ভারতের জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব। পেয়েছেন ভারতের জাতীয় সংসদে বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা।

প্রকাশিত হতে যাচ্ছে দুই বাংলায় সাড়া জাগানো বই ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির’-এর দ্বিতীয় খণ্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পাঠকেরা কিনতে পারবেন বলে বইটির প্রকাশক জানিয়েছেন।
বইটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি দেশটির জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি হওয়ারও গৌরব অর্জন করেছেন। ছিলেন প্রণব মুখার্জির অত্যন্ত স্নেহভাজন।
বইটি সম্পর্কে গৌতম লাহিড়ী বলেন, ‘প্রথমেই পাঠকদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানাচ্ছি। বইটির প্রথম খণ্ড দুই বাংলায় এতটা সাড়া পড়বে ভাবিনি। পাঠকদের তুমুল আগ্রহেই দ্বিতীয় খণ্ডটা লিখতে প্রেরণা জুগিয়েছে।’
গৌতম লাহিড়ী আরও বলেন, ‘এটি ওনার জীবনি বলছি না। মূলত বইটি প্রণব মুখার্জির ছয় দশকব্যাপী বর্ণিল রাজনৈতিক জীবনের একটি খণ্ডচিত্র। ভারতের এই বলিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনেকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। তিনি ভারত সরকারের পররাষ্ট্র, অর্থসহ নানান গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মার্কিন-ভারত পরমাণু চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে কাজ করেছেন। প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনের উত্থান-পতন, শীর্ষ শিখরে পৌঁছানোসহ বহু ঘটনা দেখার সুযোগ হয়েছে। এ ছাড়া প্রাসঙ্গিকভাবে আরও বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে, যা অপ্রকাশিত রয়ে গিয়েছিল।’
প্রকাশক খান মুহাম্মদ মুরসালীন বইটি সম্পর্কে বলেন, ‘পাঠকেরাই আল-হামরা প্রকশনীর মূল প্রেরণা। বইটির প্রথম খণ্ড বের হওয়ার পর তাঁরা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ হয়েছি। তাই অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় খণ্ড প্রকাশের তাগিদ অনুভব করি। দ্বিতীয় খণ্ডে বিস্ময়কর কিছু ঘটনা উঠে এসেছে, যা পাঠকের জন্য চমক হিসেবে থাকুক।’
লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। মূলত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ভ্রমণ করেছেন ষাটেরও বেশি দেশে। অর্জন করেছেন ভারতের জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব। পেয়েছেন ভারতের জাতীয় সংসদে বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে