নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় ব্যক্তিগত গাড়ির জন্য বাড়তি ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র এসব এ কথা বলেন।
‘ব্যক্তিগত গাড়ি বেশি হওয়ায় যানজট বেশি হচ্ছে। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করতে হবে’ বলে তিনি মন্তব্য করেন।
এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি।’
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়। আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়, ফলে যানজট বৃদ্ধি পায়। যানজট কমাতে ফুটপাত অবমুক্ত করতে হবে। মানুষ ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছে। ট্রাফিক জ্যাম আরও বেশি হচ্ছে। আমাদের শহরে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। গুলশান-বনানীতে গাড়ির শেষ নেই। চারদিকে গাড়ি। একই পরিবারে বাবা, মা, ছেলে, মেয়ের আলাদা আলাদা গাড়ি। বিদেশে আমরা দেখেছি ট্যাক্স দিয়ে এলাকায় গাড়ি ঢুকছে। আমরা পরিকল্পনা করেছি, গুলশান অভিজাত এলাকার রাস্তায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। এর জন্য আমরা একটা সমীক্ষা করে বের করব, এসব এলাকায় কত গাড়ি চলে।’
শহর রক্ষায় জনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট ও বায়ুদূষণ কমানো সম্ভব। সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে, সে জন্য সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত-নির্বিশেষে সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ডিটিসিয়ের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় ব্যক্তিগত গাড়ির জন্য বাড়তি ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র এসব এ কথা বলেন।
‘ব্যক্তিগত গাড়ি বেশি হওয়ায় যানজট বেশি হচ্ছে। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করতে হবে’ বলে তিনি মন্তব্য করেন।
এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি।’
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়। আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়, ফলে যানজট বৃদ্ধি পায়। যানজট কমাতে ফুটপাত অবমুক্ত করতে হবে। মানুষ ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছে। ট্রাফিক জ্যাম আরও বেশি হচ্ছে। আমাদের শহরে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। গুলশান-বনানীতে গাড়ির শেষ নেই। চারদিকে গাড়ি। একই পরিবারে বাবা, মা, ছেলে, মেয়ের আলাদা আলাদা গাড়ি। বিদেশে আমরা দেখেছি ট্যাক্স দিয়ে এলাকায় গাড়ি ঢুকছে। আমরা পরিকল্পনা করেছি, গুলশান অভিজাত এলাকার রাস্তায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। এর জন্য আমরা একটা সমীক্ষা করে বের করব, এসব এলাকায় কত গাড়ি চলে।’
শহর রক্ষায় জনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট ও বায়ুদূষণ কমানো সম্ভব। সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে, সে জন্য সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত-নির্বিশেষে সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ডিটিসিয়ের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৯ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৪ মিনিট আগে