সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় আহতরা জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫), এবং আমেনা বেগমকে (২২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে আওলাদ মোল্লার সমর্থকরা চরডুমুরিয়া গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে আওলাদ মোল্লার সমর্থকরা চরডুমুরিয়া গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ফেরদৌস মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মারামারির বিভিন্ন ইনজুরি নিয়ে পাঁচজন রুগী আসেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় আহতরা জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫), এবং আমেনা বেগমকে (২২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে আওলাদ মোল্লার সমর্থকরা চরডুমুরিয়া গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে আওলাদ মোল্লার সমর্থকরা চরডুমুরিয়া গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ফেরদৌস মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মারামারির বিভিন্ন ইনজুরি নিয়ে পাঁচজন রুগী আসেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে