নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেলে রিমান্ড শেষে এ্যানিকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই শহীদী হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, এ্যানিকে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলা শহীদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। এই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১১ অক্টোবর সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। ওই দিন তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।
গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সেদিন আসামিরা পুলিশের ওপর আক্রমণ করে, ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরস্পর যোগসাজশে সরকার উৎখাত করাসহ জনসাধারণের জানমালের ক্ষতিসাধন করার জন্য আসামিরা এই কাজ করে। এ্যানিও এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।
জানা গেছে, ১১ অক্টোবর রিমান্ড শুনানির একপর্যায়ে এ্যানি কিছু বলবেন কি না, বিচারক জানতে চাইলে তিনি (এ্যানি) বিচারকের সামনে কান্না জড়িত কণ্ঠে পুলিশের দ্বারা নির্যাতনের বর্ণনা দেন।
এ্যানিকে গত মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ধানমন্ডির বাসা থেকে আটক করে ধানমন্ডি থানার পুলিশ।
গত বুধবার সকালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ্যানিকে আটকের বিষয়টি জানান। জহির উদ্দিন স্বপন বলেন, মধ্যরাতে এ্যানিকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছে পুলিশ।
এ্যানির আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রিমান্ড শেষে আদালতের হাজতখানায় তাঁকে হাজির করা হয়। তবে আদালতের কাঠগড়ায় তাঁকে নেওয়া হয়নি। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তাঁকে হাজতখানা থেকে কারাগারে নেওয়া হয়।’

বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেলে রিমান্ড শেষে এ্যানিকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই শহীদী হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, এ্যানিকে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলা শহীদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। এই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১১ অক্টোবর সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। ওই দিন তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।
গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সেদিন আসামিরা পুলিশের ওপর আক্রমণ করে, ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরস্পর যোগসাজশে সরকার উৎখাত করাসহ জনসাধারণের জানমালের ক্ষতিসাধন করার জন্য আসামিরা এই কাজ করে। এ্যানিও এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।
জানা গেছে, ১১ অক্টোবর রিমান্ড শুনানির একপর্যায়ে এ্যানি কিছু বলবেন কি না, বিচারক জানতে চাইলে তিনি (এ্যানি) বিচারকের সামনে কান্না জড়িত কণ্ঠে পুলিশের দ্বারা নির্যাতনের বর্ণনা দেন।
এ্যানিকে গত মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ধানমন্ডির বাসা থেকে আটক করে ধানমন্ডি থানার পুলিশ।
গত বুধবার সকালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ্যানিকে আটকের বিষয়টি জানান। জহির উদ্দিন স্বপন বলেন, মধ্যরাতে এ্যানিকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছে পুলিশ।
এ্যানির আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রিমান্ড শেষে আদালতের হাজতখানায় তাঁকে হাজির করা হয়। তবে আদালতের কাঠগড়ায় তাঁকে নেওয়া হয়নি। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তাঁকে হাজতখানা থেকে কারাগারে নেওয়া হয়।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৬ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪২ মিনিট আগে