নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এপ্রিলে দেশে যৌথ বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন এবং কারা হেফাজতে থাকা অবস্থায় ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ মঙ্গলবার সংগঠনটি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেওয়া প্রতিবেদনে বন্দুকযুদ্ধ, কারা হেফাজতে মৃত্যু, রাজনৈতিক সহিংসতাসহ বেশ কিছু বিষয় উল্লেখ করেছে।
প্রতিষ্ঠানটি প্রতিবেদনে বলেছে, ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কেএনএফের একজন নিহত হন। ২৭ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার বাকত্লাই এলাকায় যৌথবাহিনীর অভিযান কেএনএফের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলিতে কুকি-চিন ন্যাশনাল আর্মির দুজন সদস্য নিহত হয়েছেন। ২৯ এপ্রিল টেকনাফের ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া এলাকায় র্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে কৃষক বায়তুল্লাহ (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
এপ্রিল মাসে কারা হেফাজতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। গত মাসে (মার্চ) এ সংখ্যা ছিল ১২ জন। এ মাসে ৪ জন হাজতি ও ৬ জন কয়েদির মৃত্যু হয়েছে। এ ছাড়া সারা দেশে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার ৪২টি ঘটনায় ১৮২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নিহত হয়েছেন ৯ জন। অপর দিকে পুরোনো মামলায় বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের ১৪৬ নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে এপ্রিল মাস জুড়ে দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩১টি।
এপ্রিলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে এমএসএফ বলছে, এ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনা এবং বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। পুলিশি বলপ্রয়োগের ঘটনা বন্ধ হয়নি, বরং উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে অনেক ক্ষেত্রে তা বেড়ে চলেছে।
প্রাপ্ত তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করে সংগঠনটি বলছে, ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা গত মাসের তুলনায় অনেকাংশে বেড়েছে, যা উদ্বেগজনক। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার ও ভুক্তভোগীদের সুবিচারের দাবি করছে।

এপ্রিলে দেশে যৌথ বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন এবং কারা হেফাজতে থাকা অবস্থায় ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ মঙ্গলবার সংগঠনটি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেওয়া প্রতিবেদনে বন্দুকযুদ্ধ, কারা হেফাজতে মৃত্যু, রাজনৈতিক সহিংসতাসহ বেশ কিছু বিষয় উল্লেখ করেছে।
প্রতিষ্ঠানটি প্রতিবেদনে বলেছে, ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কেএনএফের একজন নিহত হন। ২৭ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার বাকত্লাই এলাকায় যৌথবাহিনীর অভিযান কেএনএফের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলিতে কুকি-চিন ন্যাশনাল আর্মির দুজন সদস্য নিহত হয়েছেন। ২৯ এপ্রিল টেকনাফের ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া এলাকায় র্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে কৃষক বায়তুল্লাহ (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
এপ্রিল মাসে কারা হেফাজতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। গত মাসে (মার্চ) এ সংখ্যা ছিল ১২ জন। এ মাসে ৪ জন হাজতি ও ৬ জন কয়েদির মৃত্যু হয়েছে। এ ছাড়া সারা দেশে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার ৪২টি ঘটনায় ১৮২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নিহত হয়েছেন ৯ জন। অপর দিকে পুরোনো মামলায় বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের ১৪৬ নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে এপ্রিল মাস জুড়ে দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩১টি।
এপ্রিলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে এমএসএফ বলছে, এ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনা এবং বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। পুলিশি বলপ্রয়োগের ঘটনা বন্ধ হয়নি, বরং উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে অনেক ক্ষেত্রে তা বেড়ে চলেছে।
প্রাপ্ত তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করে সংগঠনটি বলছে, ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা গত মাসের তুলনায় অনেকাংশে বেড়েছে, যা উদ্বেগজনক। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার ও ভুক্তভোগীদের সুবিচারের দাবি করছে।

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২৫ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে