Ajker Patrika

নিকলীতে রিসোর্টে তরুণীকে ধর্ষণ মামলায় দুজন কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
নিকলীতে রিসোর্টে তরুণীকে ধর্ষণ মামলায় দুজন কারাগারে

কিশোরগঞ্জের নিকলীতে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের পর আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।

কারাগারে পাঠানো আসামি দুজন হলেন বাজিতপুর উপজেলার সরারচর এলাকার মো. ফাহিম এবং রিসোর্টের ম্যানেজার নিকলী উপজেলার কামারহাটি এলাকার আরিফ হোসেন (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে অভিযুক্ত ফাহিমের চার মাস আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই ওই তরুণীকে ধর্ষণ করেন ফাহিম। কিন্তু বিয়ের আশ্বাস দিলে ওই তরুণী বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানাননি। এদিকে গত রোববার সকালে ফাহিম ওই তরুণীকে বিয়ে করার কথা বলে নিকলীর একটি রিসোর্টে নিয়ে যান।

রিসোর্টের ম্যানেজার আরিফ হোসেনের সহায়তায় সেখানে স্ত্রী পরিচয়ে ওঠেন ফাহিম। এ সময় ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে কাজী এনে বিয়ের আশ্বাস দেন ফাহিম। পরে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন তিনি।

এদিকে বিষয়টি কৌশলে বিষয়টি তরুণী তাঁর মাকে জানান। তরুণীর মা থানায় জানালে পুলিশ গিয়ে রিসোর্ট থেকে তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ফাহিম ও রিসোর্টের ম্যানেজার আরিফকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত