আজকের পত্রিকা ডেস্ক

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে এবার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা। তাঁদের সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ১৮ হাজার এবং সর্বোচ্চটি ৬ লাখ ৭৫ হাজার টাকা। যা গতকাল বুধবার সাধারণ হজ এজেন্সি মালিকদের ঘোষিত প্যাকেজ মূল্যের চেয়ে কম।
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের ব্যানারে আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হয়। তাঁদের দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের আহ্বায়ক মো. আখতার উজ্জামান, সদস্যসচিব মোহাম্মদ আলী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা এবং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পেয়ারুসহ অনেক হজ এজেন্সির মালিক।
তাঁরা আগের দিন সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে ঘোষিত দুটি প্যাকেজ প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো যাত্রীবান্ধব হয়নি।
সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে গতকাল মূলত হাবের বাতিল হওয়া কমিটির নেতারাই বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।
গত ৩০ অক্টোবর সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে সাধারণ প্যাকেজের মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ এবং অন্যটি ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এগুলো চলতি বছরের চেয়ে কম হলেও প্যাকেজে খাবারের টাকা অন্তর্ভুক্ত নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আখতার উজ্জামান বলেন, হজ প্যাকেজের উচ্চমূল্য, বিমানভাড়া অস্বাভাবিক বৃদ্ধি এবং বিভিন্ন নৈরাজ্যের কারণে চলতি বছর প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হজযাত্রী হজ পালন করতে ব্যর্থ হন।
মাহমুদুল হক পেয়ারু বলেন, ‘বুধবার ঘোষিত প্যাকেজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তা প্রত্যাখ্যান করেছি।’
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা বলেন, বিমানভাড়া এবং হজ প্যাকেজের খরচ কিছুটা কমানো হলেও এখনো তা অনেকের সাধ্যের মধ্যে নেই। হজযাত্রীদের স্বার্থে বিমানভাড়া, সৌদি মোয়াল্লেম ফি এবং ভ্যাট বা ট্যাক্স আরও কমানো প্রয়োজন। কোটা পূরণ এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করতে হজনীতি অনুযায়ী প্রতিটি এজেন্সির জন্য ১০০ জন কোটা নির্ধারণের প্রস্তাবও দেন তাঁরা।

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে এবার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা। তাঁদের সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ১৮ হাজার এবং সর্বোচ্চটি ৬ লাখ ৭৫ হাজার টাকা। যা গতকাল বুধবার সাধারণ হজ এজেন্সি মালিকদের ঘোষিত প্যাকেজ মূল্যের চেয়ে কম।
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের ব্যানারে আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হয়। তাঁদের দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের আহ্বায়ক মো. আখতার উজ্জামান, সদস্যসচিব মোহাম্মদ আলী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা এবং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পেয়ারুসহ অনেক হজ এজেন্সির মালিক।
তাঁরা আগের দিন সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে ঘোষিত দুটি প্যাকেজ প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো যাত্রীবান্ধব হয়নি।
সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে গতকাল মূলত হাবের বাতিল হওয়া কমিটির নেতারাই বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।
গত ৩০ অক্টোবর সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে সাধারণ প্যাকেজের মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ এবং অন্যটি ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এগুলো চলতি বছরের চেয়ে কম হলেও প্যাকেজে খাবারের টাকা অন্তর্ভুক্ত নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আখতার উজ্জামান বলেন, হজ প্যাকেজের উচ্চমূল্য, বিমানভাড়া অস্বাভাবিক বৃদ্ধি এবং বিভিন্ন নৈরাজ্যের কারণে চলতি বছর প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হজযাত্রী হজ পালন করতে ব্যর্থ হন।
মাহমুদুল হক পেয়ারু বলেন, ‘বুধবার ঘোষিত প্যাকেজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তা প্রত্যাখ্যান করেছি।’
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা বলেন, বিমানভাড়া এবং হজ প্যাকেজের খরচ কিছুটা কমানো হলেও এখনো তা অনেকের সাধ্যের মধ্যে নেই। হজযাত্রীদের স্বার্থে বিমানভাড়া, সৌদি মোয়াল্লেম ফি এবং ভ্যাট বা ট্যাক্স আরও কমানো প্রয়োজন। কোটা পূরণ এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করতে হজনীতি অনুযায়ী প্রতিটি এজেন্সির জন্য ১০০ জন কোটা নির্ধারণের প্রস্তাবও দেন তাঁরা।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৩৮ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে