Ajker Patrika

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে: প্রেস সচিব

আজকের পত্রিকা ডেস্ক­
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রথমে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি। আমরা গণমাধ্যমের সে ধরনের নিখুঁত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি, যেখানে ভয় ছাড়াই যেকোনো ব্যক্তি স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে পারেন।’

রাজধানীর একটি হোটেলে আজ রোববার অক্সফাম বাংলাদেশের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল আলম এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের এ সময়টিই প্রশ্ন তোলার উপযুক্ত সময়। এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন করার জন্য কি আমাদের সঠিক পরিবেশ আছে? গণমাধ্যমের স্বাধীনতা আছে? আমি আপনাদের সরকারের পক্ষ থেকে বলতে পারি, সবার অধিকার রয়েছে। আমরা পাঁচ মাস ধরে বারবার বলছি, প্রশ্ন করার এটিই সর্বোত্তম সময়। শক্তিশালী ব্যক্তি ও লবিদের জবাবদিহির এটিই সর্বোত্তম সময়।’

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, উন্নয়ন ও উন্নতির মধ্যে একটি সংঘাত আছে। বিশেষ করে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, সেখানে মানুষের মধ্যে বিভেদ ও আর দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। তখন মিডিয়াগুলো একটি পিলার গাড়লেও নিউজ করেছে। আমাদের দেশের উন্নয়নের নামে প্রচুর অর্থ ব্যয় হয়েছে অথচ তা গোপন করা হতো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশিষ দে এবং কি-নোট উপস্থাপন করেন মুস্তাকিম বিল্লাহ। আলোচনায় আরও অংশ নেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তালাত মামুন, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, শামীম আরা শিউলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত