আজকের পত্রিকা ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রথমে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি। আমরা গণমাধ্যমের সে ধরনের নিখুঁত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি, যেখানে ভয় ছাড়াই যেকোনো ব্যক্তি স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে পারেন।’
রাজধানীর একটি হোটেলে আজ রোববার অক্সফাম বাংলাদেশের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল আলম এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের এ সময়টিই প্রশ্ন তোলার উপযুক্ত সময়। এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন করার জন্য কি আমাদের সঠিক পরিবেশ আছে? গণমাধ্যমের স্বাধীনতা আছে? আমি আপনাদের সরকারের পক্ষ থেকে বলতে পারি, সবার অধিকার রয়েছে। আমরা পাঁচ মাস ধরে বারবার বলছি, প্রশ্ন করার এটিই সর্বোত্তম সময়। শক্তিশালী ব্যক্তি ও লবিদের জবাবদিহির এটিই সর্বোত্তম সময়।’
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, উন্নয়ন ও উন্নতির মধ্যে একটি সংঘাত আছে। বিশেষ করে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, সেখানে মানুষের মধ্যে বিভেদ ও আর দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। তখন মিডিয়াগুলো একটি পিলার গাড়লেও নিউজ করেছে। আমাদের দেশের উন্নয়নের নামে প্রচুর অর্থ ব্যয় হয়েছে অথচ তা গোপন করা হতো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশিষ দে এবং কি-নোট উপস্থাপন করেন মুস্তাকিম বিল্লাহ। আলোচনায় আরও অংশ নেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তালাত মামুন, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, শামীম আরা শিউলী প্রমুখ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রথমে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি। আমরা গণমাধ্যমের সে ধরনের নিখুঁত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি, যেখানে ভয় ছাড়াই যেকোনো ব্যক্তি স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে পারেন।’
রাজধানীর একটি হোটেলে আজ রোববার অক্সফাম বাংলাদেশের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল আলম এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের এ সময়টিই প্রশ্ন তোলার উপযুক্ত সময়। এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন করার জন্য কি আমাদের সঠিক পরিবেশ আছে? গণমাধ্যমের স্বাধীনতা আছে? আমি আপনাদের সরকারের পক্ষ থেকে বলতে পারি, সবার অধিকার রয়েছে। আমরা পাঁচ মাস ধরে বারবার বলছি, প্রশ্ন করার এটিই সর্বোত্তম সময়। শক্তিশালী ব্যক্তি ও লবিদের জবাবদিহির এটিই সর্বোত্তম সময়।’
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, উন্নয়ন ও উন্নতির মধ্যে একটি সংঘাত আছে। বিশেষ করে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, সেখানে মানুষের মধ্যে বিভেদ ও আর দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। তখন মিডিয়াগুলো একটি পিলার গাড়লেও নিউজ করেছে। আমাদের দেশের উন্নয়নের নামে প্রচুর অর্থ ব্যয় হয়েছে অথচ তা গোপন করা হতো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশিষ দে এবং কি-নোট উপস্থাপন করেন মুস্তাকিম বিল্লাহ। আলোচনায় আরও অংশ নেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তালাত মামুন, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, শামীম আরা শিউলী প্রমুখ।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে