নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজান উপলক্ষে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি শুরু করেছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা। গতকাল সন্ধ্যা থেকেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
এ পরিস্থিতিতে আজ সকাল থেকেই টিসিবি ট্রাক সেলে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর কল্যাণপুর, মিরপুর, শান্তিনগর, মৌচাক, রামপুরা, ফকিরাপুল বাজারে টিসিবির ট্রাক সেলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে।
কল্যাণপুর বাজারে টিসিবির ট্রাক সেলে বিক্রি শুরু হয় সকাল ৯টায়। এর কিছুক্ষণ পর সেখানে শতাধিক মানুষ জড়ো হন।
টিসিবির ডিলাররা জানান, তারা আগে প্রতিদিন এক টন তেল বরাদ্দ পেতেন। সরকার চলাচলে নিষেধাজ্ঞা জারির পর ২০০ কেজি বেড়েছে। এছাড়া চিনির বরাদ্দ ১০০ কেজি বেড়ে ৮০০ কেজি এবং ৬০০ কেজি ডাল ও ৪০০ কেজি ছোলা পাচ্ছেন তারা।
আশরাফ আলি নামের এক ক্রেতা বলেন, বাজারে তেল চিনির দাম অনেক বেশি। এখানে কিছুটা কম মূল্যে কেনা যাচ্ছে। তবে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছে। সবাই পণ্য পাবে কিনা সে চিন্তায় আছি।
টিসিবি যেসব পণ্য বিক্রি করে সেসবের মধ্যে তেল ও চিনির চাহিদা সবচেয়ে বেশি। এ কারণে ট্রাক সেল শুরুর অল্প সময়ের মধ্যে তেল ও চিনি ফুরিয়ে যায়। পণ্য না পেয়ে অনেকেই ফিরে যান।
এদিকে, দ্বিতীয় ধাপে পণ্যের দাম কিছুটা বাড়িয়েছে টিসিবি। এতে প্রতি কেজি তেলের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ডাল ও চিনির দাম ৫ টাকা আগেই বেড়েছে। আর নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিসিবির খেজুর এখনও বিক্রি শুরু হয়নি।
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে টিসিবির ৫০০টি ট্রাকসেলে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজধানীতেই ১০০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এসব পণ্য গত ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। শুক্রবার বাদে প্রতিদিনই টিসিবির বিক্রয় কার্যক্রম চলবে। অন্যদিকে ট্রাক সেল থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবে। এছাড়া ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং রমজানের প্রথম দিন থেকে এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।

আসন্ন রমজান উপলক্ষে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি শুরু করেছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা। গতকাল সন্ধ্যা থেকেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
এ পরিস্থিতিতে আজ সকাল থেকেই টিসিবি ট্রাক সেলে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর কল্যাণপুর, মিরপুর, শান্তিনগর, মৌচাক, রামপুরা, ফকিরাপুল বাজারে টিসিবির ট্রাক সেলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে।
কল্যাণপুর বাজারে টিসিবির ট্রাক সেলে বিক্রি শুরু হয় সকাল ৯টায়। এর কিছুক্ষণ পর সেখানে শতাধিক মানুষ জড়ো হন।
টিসিবির ডিলাররা জানান, তারা আগে প্রতিদিন এক টন তেল বরাদ্দ পেতেন। সরকার চলাচলে নিষেধাজ্ঞা জারির পর ২০০ কেজি বেড়েছে। এছাড়া চিনির বরাদ্দ ১০০ কেজি বেড়ে ৮০০ কেজি এবং ৬০০ কেজি ডাল ও ৪০০ কেজি ছোলা পাচ্ছেন তারা।
আশরাফ আলি নামের এক ক্রেতা বলেন, বাজারে তেল চিনির দাম অনেক বেশি। এখানে কিছুটা কম মূল্যে কেনা যাচ্ছে। তবে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছে। সবাই পণ্য পাবে কিনা সে চিন্তায় আছি।
টিসিবি যেসব পণ্য বিক্রি করে সেসবের মধ্যে তেল ও চিনির চাহিদা সবচেয়ে বেশি। এ কারণে ট্রাক সেল শুরুর অল্প সময়ের মধ্যে তেল ও চিনি ফুরিয়ে যায়। পণ্য না পেয়ে অনেকেই ফিরে যান।
এদিকে, দ্বিতীয় ধাপে পণ্যের দাম কিছুটা বাড়িয়েছে টিসিবি। এতে প্রতি কেজি তেলের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ডাল ও চিনির দাম ৫ টাকা আগেই বেড়েছে। আর নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিসিবির খেজুর এখনও বিক্রি শুরু হয়নি।
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে টিসিবির ৫০০টি ট্রাকসেলে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজধানীতেই ১০০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এসব পণ্য গত ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। শুক্রবার বাদে প্রতিদিনই টিসিবির বিক্রয় কার্যক্রম চলবে। অন্যদিকে ট্রাক সেল থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবে। এছাড়া ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং রমজানের প্রথম দিন থেকে এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে