ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ার করে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।
আজ বুধবার (৭ মে) দুপুরে হাসপাতালের উপপরিচালক মো. আশরাফুল আলমের নেতৃত্বে হাসপাতালের ভেতর ও চত্বরে অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ও সর্দার মোখলেছুর রহমান।
অভিযানকালে হুইলচেয়ার বহনকারীরা পালিয়ে যান। এ ছাড়া হাসপাতাল চত্বরে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকা বেশ কিছু হুইলচেয়ারও জব্দ করা হয়।
উপপরিচালক আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। এখানে প্রতিদিন হাজারো রোগী আসে। এই সুযোগে দালাল চক্র সক্রিয় হয়ে পড়ে। আজকের অভিযানে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। দালালদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দালালদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের একাধিক সূত্র জানায়, এই হুইলচেয়ার বহনকারীরা বছরের পর বছর সবার সামনেই হাসপাতালে রোগী বহনের কাজ করেন অর্থের বিনিময়ে। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে, রোগীদের ফুসলিয়ে হুইলচেয়ারে নেওয়ার পর বাইরের কোনো হাসপাতালে নিয়ে অর্থের বিনিময় ভর্তি করা। চক্রের অধিকাংশরা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর আত্মীয় বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আজ জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এগুলো হাসপাতালের নয়। ভবিষ্যতে এই চক্র ফের সক্রিয় হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ার করে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।
আজ বুধবার (৭ মে) দুপুরে হাসপাতালের উপপরিচালক মো. আশরাফুল আলমের নেতৃত্বে হাসপাতালের ভেতর ও চত্বরে অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ও সর্দার মোখলেছুর রহমান।
অভিযানকালে হুইলচেয়ার বহনকারীরা পালিয়ে যান। এ ছাড়া হাসপাতাল চত্বরে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকা বেশ কিছু হুইলচেয়ারও জব্দ করা হয়।
উপপরিচালক আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। এখানে প্রতিদিন হাজারো রোগী আসে। এই সুযোগে দালাল চক্র সক্রিয় হয়ে পড়ে। আজকের অভিযানে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। দালালদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দালালদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের একাধিক সূত্র জানায়, এই হুইলচেয়ার বহনকারীরা বছরের পর বছর সবার সামনেই হাসপাতালে রোগী বহনের কাজ করেন অর্থের বিনিময়ে। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে, রোগীদের ফুসলিয়ে হুইলচেয়ারে নেওয়ার পর বাইরের কোনো হাসপাতালে নিয়ে অর্থের বিনিময় ভর্তি করা। চক্রের অধিকাংশরা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর আত্মীয় বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আজ জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এগুলো হাসপাতালের নয়। ভবিষ্যতে এই চক্র ফের সক্রিয় হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৭ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৫ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৬ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে