
নারী শিক্ষার্থীর সঙ্গে কথা–কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের অন্তত ৩২টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে দুই লেনেই বাসগুলো আটকাতে শুরু করেন তাঁরা। পরে রাত পৌনে ১০টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শাহামিনা দিতি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ফটক থেকে তিনি রাজধানী পরিবহনের একটি বাসে ওঠেন। যার নম্বর (ঢাকা মেট্রো-ব-১২-৩০৪৪)। বাসটিতে ওঠার পরপরই বাসের সহকারী তাঁর সঙ্গে ভাড়া–সংক্রান্ত বিষয় নিয়ে খারাপ আচরণ করা শুরু করেন। এরপর পথিমধ্যে ওই সহকারী তাঁর সঙ্গে ছোটখাটো অহেতুক বিষয় নিয়ে খারাপ আচরণ করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করলে একটি বাস না থেমে চলে যেতে থাকে। তখন এক শিক্ষার্থী পায়ে আঘাত পান। তখন বাসটির চালককে ধরে বেধড়ক মারধর করেন শিক্ষার্থীরা।
এ সময় মোবাইল ফোন হারানোর অভিযোগ করেন ওই ইনস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম। এ জন্য তিনি বাস মালিক সমিতির কাছে ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
মো. মুকুল নামে এক বাসচালক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক হেলপার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করছে—এ জন্য আমাদের গাড়িগুলো আটকে রাখা হইছে। বিকেল সাড়ে ৫টা থেকে আমাদের গাড়িগুলো আটক করা শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘যে হেলপার খারাপ আচরণ করছে সেই গাড়ির নম্বর তো আছেই কয়েকটা গাড়ি আটকে তাদের ডাকলেই তারা চলে আসত। আমাদের সবগুলো আটকাইয়া তো আমাগো পেটে লাথি মারল। আমগো আর আজকে কোনো ইনকাম হইলো না, আমাগো রিজিক নষ্ট হইলো।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের বাস আটক করেছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা মালিকপক্ষের লোকজনকে ডেকে কথা বলি। তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এ রকম ভুল হবে না বলে আশ্বস্ত করেছেন।
‘আমরা একটা বাস রেখে বাকি সবগুলো আজকে ছেড়ে দিয়েছি। আগামীকাল আমাদের যে শিক্ষার্থীর ফোন হারিয়েছে তার ক্ষতিপূরণ দিয়ে তারা বাসটি নিয়ে যাবে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে