মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চায়না বেগম সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে এবং একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদিপ্রবাসী সুলতান দঢ়ির স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চায়না বেগম (২২) সন্ধ্যায় ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে ইজিবাইক থেকে নামেন তিনি। এ সময় বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ৫-৭ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এতে চায়না বেগম বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করা হয়।
এই ঘটনায় তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত চায়না বেগমের খালা রিনা বেগম বলেন, ‘আমার বোনের মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে আসার আগে দুর্বৃত্তরা এই হামলা চালায়। টাকাপয়সা ও সোনাদানা সবকিছু নিয়ে যায়। চায়না বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা এই ঘটনার বিচার চাই।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক মাইশা জেরিন মিম আজকের পত্রিকাকে বলেন, ‘চায়না আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসীর স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের ধরতে অভিযান চলছে।’

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চায়না বেগম সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে এবং একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদিপ্রবাসী সুলতান দঢ়ির স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চায়না বেগম (২২) সন্ধ্যায় ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে ইজিবাইক থেকে নামেন তিনি। এ সময় বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ৫-৭ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এতে চায়না বেগম বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করা হয়।
এই ঘটনায় তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত চায়না বেগমের খালা রিনা বেগম বলেন, ‘আমার বোনের মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে আসার আগে দুর্বৃত্তরা এই হামলা চালায়। টাকাপয়সা ও সোনাদানা সবকিছু নিয়ে যায়। চায়না বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা এই ঘটনার বিচার চাই।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক মাইশা জেরিন মিম আজকের পত্রিকাকে বলেন, ‘চায়না আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসীর স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের ধরতে অভিযান চলছে।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪৩ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে