নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আসাদুল্লা লায়নের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনার এক দিন পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে হামলার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা এবং ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা আসাদুল্লা লায়নকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামলার শিকার সাংবাদিক। জিডিতে বলা হয়েছে, ‘শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে কালিয়াকৈরে যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে প্রবেশ করি। এ সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মেরুন রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) নিয়ে দ্রুতগতিতে এসে আমার মোটরসাইকেলটি চাপা দিতে চায়। এরপর গাড়ি থেকে নেমে একজন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং আমাকে মারতে উদ্যত হয়। তখন আমার সঙ্গে থাকা বন্ধু সোহান বাইক থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে আরও বেশি ক্ষেপে গিয়ে দুজনকেই মেরে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে সে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা এনে আঘাত করে জখম করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় এবং পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ‘তোদের দেখে নেব, মাইরা ফালাব’ বলে হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, ‘ঘটনাটির একপর্যায়ে আমরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করি। রেকর্ড করা ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা শুনে পুলিশ জড়িতদের শনাক্ত করে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মৌচাক ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনাটি পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে থানায় জিডি করি।’
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈরে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আসাদুল্লা লায়নের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনার এক দিন পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে হামলার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা এবং ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা আসাদুল্লা লায়নকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামলার শিকার সাংবাদিক। জিডিতে বলা হয়েছে, ‘শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে কালিয়াকৈরে যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে প্রবেশ করি। এ সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মেরুন রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) নিয়ে দ্রুতগতিতে এসে আমার মোটরসাইকেলটি চাপা দিতে চায়। এরপর গাড়ি থেকে নেমে একজন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং আমাকে মারতে উদ্যত হয়। তখন আমার সঙ্গে থাকা বন্ধু সোহান বাইক থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে আরও বেশি ক্ষেপে গিয়ে দুজনকেই মেরে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে সে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা এনে আঘাত করে জখম করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় এবং পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ‘তোদের দেখে নেব, মাইরা ফালাব’ বলে হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, ‘ঘটনাটির একপর্যায়ে আমরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করি। রেকর্ড করা ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা শুনে পুলিশ জড়িতদের শনাক্ত করে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মৌচাক ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনাটি পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে থানায় জিডি করি।’
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে