নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আসাদুল্লা লায়নের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনার এক দিন পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে হামলার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা এবং ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা আসাদুল্লা লায়নকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামলার শিকার সাংবাদিক। জিডিতে বলা হয়েছে, ‘শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে কালিয়াকৈরে যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে প্রবেশ করি। এ সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মেরুন রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) নিয়ে দ্রুতগতিতে এসে আমার মোটরসাইকেলটি চাপা দিতে চায়। এরপর গাড়ি থেকে নেমে একজন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং আমাকে মারতে উদ্যত হয়। তখন আমার সঙ্গে থাকা বন্ধু সোহান বাইক থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে আরও বেশি ক্ষেপে গিয়ে দুজনকেই মেরে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে সে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা এনে আঘাত করে জখম করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় এবং পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ‘তোদের দেখে নেব, মাইরা ফালাব’ বলে হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, ‘ঘটনাটির একপর্যায়ে আমরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করি। রেকর্ড করা ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা শুনে পুলিশ জড়িতদের শনাক্ত করে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মৌচাক ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনাটি পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে থানায় জিডি করি।’
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈরে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আসাদুল্লা লায়নের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনার এক দিন পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে হামলার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা এবং ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা আসাদুল্লা লায়নকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামলার শিকার সাংবাদিক। জিডিতে বলা হয়েছে, ‘শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে কালিয়াকৈরে যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে প্রবেশ করি। এ সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মেরুন রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) নিয়ে দ্রুতগতিতে এসে আমার মোটরসাইকেলটি চাপা দিতে চায়। এরপর গাড়ি থেকে নেমে একজন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং আমাকে মারতে উদ্যত হয়। তখন আমার সঙ্গে থাকা বন্ধু সোহান বাইক থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে আরও বেশি ক্ষেপে গিয়ে দুজনকেই মেরে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে সে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা এনে আঘাত করে জখম করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় এবং পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ‘তোদের দেখে নেব, মাইরা ফালাব’ বলে হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, ‘ঘটনাটির একপর্যায়ে আমরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করি। রেকর্ড করা ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা শুনে পুলিশ জড়িতদের শনাক্ত করে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মৌচাক ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনাটি পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে থানায় জিডি করি।’
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৫ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে