মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাকদী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাকদী এলাকার নজরুল মোল্লার সঙ্গে একই এলাকার মাসুদ কারিগরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে মাসুদ হামলা চালায় নজরুলের বাড়িতে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ করা হয়।
এই ঘটনায় নজরুলের লোকজনের ১৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। হামলায় আহত হয়েছেন কমপক্ষে চারজন। তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ভুক্তভোগী পলি বেগম বলেন, ‘অসুস্থ স্বামী ও ছোট ছেলেকে নিয়ে ঘরের ভেতর ছিলাম। হঠাৎ ৮-১০ জন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘর থেকে সবকিছু নিয়ে গেছে। আমার শরীরে ইটের আঘাত লেগেছে।’
আরেক নারী শিরিনা আক্তার বলেন, ‘ঘরের ভেতর ও বাইরে দুই জায়গাতেই ভাঙচুর করা হয়েছে। ভেতরে ঢুকে স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমরা এই ঘটনার বিচার চাই।’
নজরুল মোল্লা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরেই মাসুদ কারিগর তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাঁরা পূর্বেই প্রস্তুতি নিয়ে আসছিলেন। হঠাৎ এমন হামলা চালাবে, কেউ বুঝে উঠতে পারিনি। পরে পুলিশ আসলে হামলাকারীরা চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে জানতে মাসুদ কারিগরকে কল দেওয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাকদী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাকদী এলাকার নজরুল মোল্লার সঙ্গে একই এলাকার মাসুদ কারিগরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে মাসুদ হামলা চালায় নজরুলের বাড়িতে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ করা হয়।
এই ঘটনায় নজরুলের লোকজনের ১৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। হামলায় আহত হয়েছেন কমপক্ষে চারজন। তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ভুক্তভোগী পলি বেগম বলেন, ‘অসুস্থ স্বামী ও ছোট ছেলেকে নিয়ে ঘরের ভেতর ছিলাম। হঠাৎ ৮-১০ জন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘর থেকে সবকিছু নিয়ে গেছে। আমার শরীরে ইটের আঘাত লেগেছে।’
আরেক নারী শিরিনা আক্তার বলেন, ‘ঘরের ভেতর ও বাইরে দুই জায়গাতেই ভাঙচুর করা হয়েছে। ভেতরে ঢুকে স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমরা এই ঘটনার বিচার চাই।’
নজরুল মোল্লা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরেই মাসুদ কারিগর তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাঁরা পূর্বেই প্রস্তুতি নিয়ে আসছিলেন। হঠাৎ এমন হামলা চালাবে, কেউ বুঝে উঠতে পারিনি। পরে পুলিশ আসলে হামলাকারীরা চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে জানতে মাসুদ কারিগরকে কল দেওয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৭ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৪ মিনিট আগে