আজকের পত্রিকা ডেস্ক

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু আগে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় ঢাকার মহাখালী এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এখনো মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সেনা ও পুলিশ সদস্যরা রিকশাচালকদের সরানোর জন্য ধাওয়া দিলে তারা মূল সড়ক ও রেলপথ ছেড়ে সরে যান।
সরেজমিনে দেখা গেছে, কয়েকজন চালককে লাঠিপেটা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।
সকাল থেকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর ১৩টি স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকেরা। এর ফলে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী রিকশাচালকেরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। সরকারের এই সিদ্ধান্তে অন্তত এক লাখ মানুষ এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

ইসমাইল হোসেন নামের এক চালক বলেন, ‘সরকার যদি এভাবে কোনো কথা না বলে রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কীভাবে খাব? যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, মোহাম্মদপুর, আগারগাঁও এবং নাখালপাড়ায় বন্ধ থাকা সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার প্যাডেলচালিত রিকশা সমিতির একটি রিটের শুনানি শেষে উচ্চ আদালত তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালত জানায়, ‘ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।’

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু আগে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় ঢাকার মহাখালী এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এখনো মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সেনা ও পুলিশ সদস্যরা রিকশাচালকদের সরানোর জন্য ধাওয়া দিলে তারা মূল সড়ক ও রেলপথ ছেড়ে সরে যান।
সরেজমিনে দেখা গেছে, কয়েকজন চালককে লাঠিপেটা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।
সকাল থেকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর ১৩টি স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকেরা। এর ফলে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী রিকশাচালকেরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। সরকারের এই সিদ্ধান্তে অন্তত এক লাখ মানুষ এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

ইসমাইল হোসেন নামের এক চালক বলেন, ‘সরকার যদি এভাবে কোনো কথা না বলে রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কীভাবে খাব? যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, মোহাম্মদপুর, আগারগাঁও এবং নাখালপাড়ায় বন্ধ থাকা সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার প্যাডেলচালিত রিকশা সমিতির একটি রিটের শুনানি শেষে উচ্চ আদালত তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালত জানায়, ‘ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।’

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে