নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) র্যাবের নির্মাণাধীন ভবনে মিলল ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশার লার্ভা। কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় র্যাব-৩–এর সদর দপ্তরের জন্য নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্সের সাইট ইঞ্জিনিয়ার রকিবুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ এ জরিমানা করেন।
এ ছাড়া করপোরেশনের আওতাধীন ইস্কাটন গার্ডেন, বাসাবো, নাজিমউদ্দিন রোড, আলু বাজার, গোপীবাগ, গ্রীন মডেল টাউন, আমিন মোহাম্মদ হাউজিং ও কোনাপাড়া এলাকায় আরও সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ দুই সিটি করপোরেশনের এডিস–বিরোধী অভিযানে মোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে দক্ষিণ সিটির মোট ৩৯৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
দ্বিতীয় দিনের মতো করপোরেশনের আওতাধীন ২২টি থানা ও পুলিশ ফাঁড়ি, ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩৪টি মসজিদ, কোয়ার্টার, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ও স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১২ তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ৯টি মামলায় মোট ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএনসিসির অঞ্চল–৫–এর আওতাধীন মোহাম্মদপুর বছিলা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৫টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫টি মামলায় মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া অঞ্চল–৩–এর আওতাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, অঞ্চল ১ ও ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন উত্তরা এলাকায়, অঞ্চল–৪–এর আওতাধীন দারুস সালাম এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী, অঞ্চল–৯–এর আওতাধীন ৩৯,৪০ ও ৪৩ নম্বর ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে দশটি টিম গঠন করেছে ডিএনসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) র্যাবের নির্মাণাধীন ভবনে মিলল ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশার লার্ভা। কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় র্যাব-৩–এর সদর দপ্তরের জন্য নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্সের সাইট ইঞ্জিনিয়ার রকিবুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ এ জরিমানা করেন।
এ ছাড়া করপোরেশনের আওতাধীন ইস্কাটন গার্ডেন, বাসাবো, নাজিমউদ্দিন রোড, আলু বাজার, গোপীবাগ, গ্রীন মডেল টাউন, আমিন মোহাম্মদ হাউজিং ও কোনাপাড়া এলাকায় আরও সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ দুই সিটি করপোরেশনের এডিস–বিরোধী অভিযানে মোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে দক্ষিণ সিটির মোট ৩৯৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
দ্বিতীয় দিনের মতো করপোরেশনের আওতাধীন ২২টি থানা ও পুলিশ ফাঁড়ি, ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩৪টি মসজিদ, কোয়ার্টার, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ও স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১২ তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ৯টি মামলায় মোট ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএনসিসির অঞ্চল–৫–এর আওতাধীন মোহাম্মদপুর বছিলা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৫টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫টি মামলায় মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া অঞ্চল–৩–এর আওতাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, অঞ্চল ১ ও ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন উত্তরা এলাকায়, অঞ্চল–৪–এর আওতাধীন দারুস সালাম এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী, অঞ্চল–৯–এর আওতাধীন ৩৯,৪০ ও ৪৩ নম্বর ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে দশটি টিম গঠন করেছে ডিএনসিসি।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে