ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট পাওয়া যায়। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কৈজুরি গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত বুলবুল কৈজুরি গ্রামের মৃত মোজাফফর হোসেন রাঙা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। পৈতৃক ওই বাড়িতেই পরিবারসহ বসবাস করতেন তিনি। চার বছর আগে তার বাবা এবং গত বছর মা মারা যান।
পরিবারের সদস্যরা জানান, গতকাল রোববার দুপুরে বুলবুল নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে সোমবার বিকেলে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্ষ থেকে একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট উদ্ধার করা হয়েছে। দেয়ালে লেখা একটি বার্তায় বলা হয়েছে, ‘বিল্লাল ভাই আককচ আমারে বাঁচতে দিলেন না।’
স্থানীয়দের ধারণা, চিরকুটে উল্লেখিত ‘আককচ’ নামটি আক্কাচ হোসেনকে উদ্দেশ্য করে লেখা, যিনি বুলবুলের মেজো মেয়ের শ্বশুর এবং জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। তাঁর ছেলে ফাহিম আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘আল্লাহপাক যদি আমার মৃত্যু দেয়, তাহলে আমার মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে আর আমার কবর যেন আমার মায়ের পাশে হয়, এ বাড়িতে নয়।’
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুলের মেজো মেয়ের প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁর বিয়ে হয় ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদের সঙ্গে। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এর আগেও তিনি ঝগড়া এড়াতে কিছু সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘চিরকুট ও দেয়ালের লেখাগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তার আত্মহত্যার পেছনে একাধিক কারণ পাওয়া গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
আরও খবর পড়ুন:

ফরিদপুরে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট পাওয়া যায়। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কৈজুরি গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত বুলবুল কৈজুরি গ্রামের মৃত মোজাফফর হোসেন রাঙা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। পৈতৃক ওই বাড়িতেই পরিবারসহ বসবাস করতেন তিনি। চার বছর আগে তার বাবা এবং গত বছর মা মারা যান।
পরিবারের সদস্যরা জানান, গতকাল রোববার দুপুরে বুলবুল নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে সোমবার বিকেলে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্ষ থেকে একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট উদ্ধার করা হয়েছে। দেয়ালে লেখা একটি বার্তায় বলা হয়েছে, ‘বিল্লাল ভাই আককচ আমারে বাঁচতে দিলেন না।’
স্থানীয়দের ধারণা, চিরকুটে উল্লেখিত ‘আককচ’ নামটি আক্কাচ হোসেনকে উদ্দেশ্য করে লেখা, যিনি বুলবুলের মেজো মেয়ের শ্বশুর এবং জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। তাঁর ছেলে ফাহিম আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘আল্লাহপাক যদি আমার মৃত্যু দেয়, তাহলে আমার মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে আর আমার কবর যেন আমার মায়ের পাশে হয়, এ বাড়িতে নয়।’
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুলের মেজো মেয়ের প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁর বিয়ে হয় ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদের সঙ্গে। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এর আগেও তিনি ঝগড়া এড়াতে কিছু সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘চিরকুট ও দেয়ালের লেখাগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তার আত্মহত্যার পেছনে একাধিক কারণ পাওয়া গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
আরও খবর পড়ুন:

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৬ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২০ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে